ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাবার কোলে শিশু সুবর্ণা ॥ ফুটেছে মুখে হাসি

প্রকাশিত: ০৪:৩৩, ৪ নভেম্বর ২০১৬

বাবার কোলে শিশু সুবর্ণা ॥ ফুটেছে মুখে হাসি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সদর উপজেলার রামপাল ইউনিয়নের বল্লালবাড়ির কাঁদতে ভুলে যাওয়া সুবর্ণার(৬) মুখে হাসি ফুটেছে। সুবর্ণাকে নির্যাতনের ঘটনায় বুধবার রাতে সদর থানায় মামলা হয়েছে। ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছে শিশুটিকে নির্যাতনকারী কল্পনা ও তার পরিবার। এদিকে সুবর্ণার পিতাকে খুঁজে বের করেছে পুলিশ। পিতাকে পেয়ে শিশুটির মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বৃহস্পতিবার বাবার সাথে সকালের নাস্তা করেছে সুবর্ণা। এর আগে বুধবার বিকেল থেকে পুলিশের একটি টিম বিভিন্ন এলাকায় খুঁজে অবশেষে শিশুটির অভিভাবকের সন্ধান পান। বুধবার রাত ৯ টার দিকে মিরকাদিম পৌরসভার মিরাপাড়া এলাকায় গিয়ে শিশুটির জন্মদাতা পিতা চান মিয়াকে খুঁজে বের করে পুলিশ। বৃহস্পতিবার সকালে সুবর্ণা বলে, এখন আমার খুব ভাল লাগছে। আমি এখন আমার বাবার সাথে থাকব। আমি লেখাপড়া করে অনেক বড় হতে চাই। সুর্বণার পিতা অটোরিক্সাচালক চান মিয়া জানান, স্থানীয় লোকজন এবং সাংবাদিকদের কারণে আজ আমার মেয়েকে আমি ফিরে পেয়েছি। আমার মেয়েকে যারা এমন নির্মম অমানুষিক নির্যাতন করেছে তাদের কঠোর শাস্তি দাবি করছি। আমার মেয়ে এখন থেইক্কা আমার সাথে থাকব। কাউন্সিলরের হাতে কর্মচারী লাঞ্ছিত অফিসে তালা নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৩ নবেম্বর ॥ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ তৌহিদুর রহমান বিদ্যুতের হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে জুয়েল মিয়া নামে এক কর্মচারী। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা ভবনে ওই ঘটনা ঘটে। অন্যদিকে ওই ঘটনার প্রতিবাদে কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়ে পৌর অফিসে তালা ঝুলিয়ে দেয়। এতে সকল শাখায় নাগরিক সেবা বন্ধ হয়ে পড়ে। জানা যায়, কাউন্সিলর তৌহিদুর রহমান বিদ্যুত বেলা সাড়ে ১১টার দিকে তার এক ঘনিষ্ঠজনকে জন্মনিবন্ধনের জন্য পৌরসভায় পাঠান। হুইলচেয়ার বিতরণ নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ৩ নবেম্বর ॥ বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধীদের মধ্যে ৫০টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। এডিপির অর্থায়নে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মধ্যে ৫০টি হুইলচেয়ার বিতরণ করেন স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ ও উপজেলা প্রকৌশলী বাদল চন্দ্র কীত্তনীয়া। বাল্যবিয়েমুক্ত করতে শপথ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ তিনটি ইউনিয়নকে বাল্য বিয়েমুক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ষাটগম্ভুজ, কাড়াপাড়া ও যাত্রাপুর ইউনিয়নকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। ষাটগম্বুজ ইউপি ও যাত্রাপুরের রাংদিয়া স্কুলমাঠে পৃথক অনুষ্ঠানে কাড়াপাড়া, ষাটগম্ভুজ ও যাত্রাপুর ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলাম।
×