ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রাজশাহী কিংসের উইকেটরক্ষক নুরুল হাসান সোহান

‘মিরাজ আমাদের অনুপ্রাণিত করবে’

প্রকাশিত: ০৬:২৮, ৩ নভেম্বর ২০১৬

‘মিরাজ আমাদের অনুপ্রাণিত করবে’

স্পোর্টস রিপোর্টার ॥ ‘শিহরণ জাগানো এই প্রতিভার (মেহেদী হাসান মিরাজ) সঙ্গে মাঠে নামতে আর অপেক্ষা করতে পারছি না।’ সম্প্রতি মিরাজকে নিয়ে এমন টুইটই করেছেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন সামি। তার দলেই যে আছেন মিরাজ। সদ্যই যিনি ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছেন। তাকে দলে পেয়েতো শুধু সামিই নন, সব ক্রিকেটারই উৎফুল্ল। রাজশাহীর উইকেটরক্ষক নুরুল হাসান সোহানই যেমন বুধবার বলে দিলেন, ‘মিরাজ আমাদের অনুপ্রাণিত করবে।’ রাজশাহী দলে সামি, মিরাজ, সোহান ছাড়াও পাকিস্তান পেসার মোহাম্মদ সামি, শ্রীলঙ্কান অলরাউন্ডার মিলিন্ডা সিরিবর্ধনে, উপুল থারাঙ্গা, সামিত প্যাটেল, ওমর আকমল, সাব্বির রহমান রুম্মান, মুমিনুল হক, ফরহাদ রেজা, আবুল হাসান রাজু, এবাদত হোসেন আছেন। এ দলটি নিয়ে সোহান জানান, ‘আসলে আমাদের দলটা অনেক তরুণ দল। দলের টিম স্পিরিটটা অনেক ভাল আছে। টি২০তে দরকার টিম স্পিরিটটা। আমার মনে হয় এটা আমরা শতভাগ দিতে পারব। আর বাকিটা মাঠে দেখার বিষয় কতটুকু পারফরম করতে পারি।’ বিদেশী ক্রিকেটারদের নিয়ে সোহান উচ্ছ্বাসিত, ‘বিদেশী খেলোয়াড় আমাদের ড্যারেন সামি আছে, ওমর আকমল আছে, সামিত প্যাটেল, উপুল থারাঙ্গা আছে। ইনশাল্লাহ আমাদের ব্যালেন্স টিম আছে, ভাল কিছু করা সম্ভব।’ মিরাজকে নিয়ে সোহান বলেন, ‘এটা অনেক বড় একটা ব্যাপার। শেষ যে টেস্ট সিরিজ হয়েছে সেখানে প্রায় ও একাই ভাল পারফর্মেন্স করে বাংলাদেশকে জিতিয়েছে। এটা আমাদের অনেক বেশি কাজে দিবে। ও থাকাটা আমাদের বেশ অনুপ্রাণিত করবে। মূল জিনিসটা হচ্ছে মাঠে পারফর্মেন্স করতে হবে। ও আমাদের সাপোর্ট দিবে। আর আমাদের ওকে সাপোর্ট দিতে হবে যাতে ও আরও ভাল পারফর্ম করতে পারে।’ সামির নেতৃত্বে গত টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেইরকম কিছুর আশা সোহানের, ‘শেষ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ড্যারেন সামির নেতৃত্বেই। আমার কাছে মনে হয়েছে অধিনায়ক হিসেবে অনেক ভাল এবং টিমম্যাট হিসেবেও অনেক ভাল। ইনশাল্লাহ ফুল সিজনটাই এনজয় করব।’ ব্যাটিং সহায়ক উইকেট চান সোহান, ‘উইকেট আমাদের ব্যাপার না, আমাদের হাতে যেটা থাকে সেটা হলো পারফর্ম করা। বাকি ওয়েদার বা কন্ডিশন যাই বলে সেখানে আমাদের কোন হাত নেই। টি২০’তে চাইব ব্যাটিং সহায়ক উইকেট হোক, এখন মাঠে দেখা যাবে কি হয়।’ ফিল্ডিংটা রাজশাহীর সবচেয়ে ভাল বলেই দাবি সোহানের, ‘সব দলই ভাল হয়েছে। তবে আমাদের দলের মূল যে জিনিসটা টি২০তে ফিল্ডিংটা অনেক গুরুত্বপূর্ণ থাকে। যেহেতু আমাদের তরুণ দল, তাই শতভাগ দিয়ে যাতে ফিল্ডিংটা করতে পারি।’
×