ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতির প্রত্যাশায় বিএনপি ॥ ফখরুল

প্রকাশিত: ০৫:৫১, ৩ নভেম্বর ২০১৬

সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতির প্রত্যাশায় বিএনপি ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ ৭ নবেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ব্যাপারে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বিএনপি মহাসচিব বলেন, ৭ নবেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার প্রস্তুতি নিয়েছি। আমরা সোহরাওয়ার্দী উদ্যান কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছি। আমরা সরকারের ইতিবাচক সাড়ার আশায় রয়েছি। আমরা প্রত্যাশা করছি, আমাদের সমাবেশের জন্য অনুমতি দেয়া হবে। সরকার আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করবে এবং সমাবেশে কোন বাধা দেবে না। কিন্তু এ সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে। নেতাকর্মীদের নামে মামলা দিয়ে গ্রেফতার করছে। তিনি ৭ নবেম্বরের আগেই বিএনপির বন্দী নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের মনোভাব হচ্ছে স্বৈরাচারী। তারা একদলীয় শাসন ব্যবস্থার দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে। তবে আমরা চাই দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে। তিনি বলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতার ভাষা স্বৈরাচারী। একদলীয় দৃষ্টিভঙ্গিতে তারা রাজনীতি করছেন। বারবার বলেছি, আমরা সংঘাতের রাজনীতি চাই না। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। যশোরের মনিরামপুরে শ্রমিক দল নেতা আনিসুর রহমানকে সোমবার সাদা পোশাকের পুলিশ গ্রেফতার করে ক্রসফায়ারে হত্যা করে; এ ঘটনার নিন্দা জানান মির্জা ফখরুল। প্রধান বিচারপতির ক্ষোভেই প্রমাণিত হয় বিচার বিভাগ নিয়ন্ত্রিত -রিজভী ॥ দেশের বিচার বিভাগ যে নিয়ন্ত্রিত তা প্রধান বিচারপতির ক্ষোভেই প্রমাণিত হয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টন ভাসানী ভবন মিলনায়তনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, প্রধানমন্ত্রী স্বাধীন বিচার বিভাগকে নিজের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছেন। প্রধান বিচারপতির বক্তব্যে ক্ষোভ আক্ষেপ সেটারই প্রতিধ্বনি। তিনি বলেন, দেশে এখন সঙ্কট চলছে। তবে এ সঙ্কট বেশিদিন টিকে থাকবে না। শীঘ্রই আন্দোলন-সংগ্রামে সরকারের চেয়ার নড়বড়ে হয়ে উঠবে। তিনি অবিলম্বে বিএনপির যুগ্মমহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবি জানান। রুহুল কবির রিজভী বলেন, সরকারের সিংহাসন টালমাটাল হয়ে উঠছে। তাই সরকার জনগণকে চাপিয়ে রাখার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, এ সরকার বিরোধী দলকে মিছিল-মিটিং করতে দিচ্ছে না। যারা সরকারের সমালোচনা করে তাদেরই গুম-খুন করা হচ্ছে। জনপ্রতিনিধিরাও গুম খুন থেকে রেহাই পাচ্ছেন না। আমরা এমন গণতন্ত্র চাই না। স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে যৌথসভায় বক্তব্য রাখেনÑ সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, যুগ্মসম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী প্রমুখ। শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বিএনপি -হাফিজ ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আবার রাজপথে নামবে উল্লেখ করে হাফিজউদ্দিন বলেন, ফ্যাসিবাদী এ অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার হবে। সরকারের উন্নয়নের সমালোচনা করে তিনি বলেন, ধর্ষণ কি তাদের উন্নয়নের নমুনা? মেজর হাফিজ বলেন, আওয়ামী লীগের নির্বাচনের প্রস্তুতি মানে ডিজিটাল পদ্ধতিতে ভোট কারচুপির প্রস্তুতি। আগামী দিনে ভোটাধিকার হরণ করা নির্বাচন জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে বিএনপি। আওয়ামী লীগ যদি আবার এমন নির্বাচন করার পরিকল্পনা গ্রহণ করে তাহলে বিএনপি ঘরে বসে আঙ্গুল চুষবে না।
×