ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

জেএসসি ও জেডিসির দ্বিতীয় দিনে বহিষ্কার ২৩ শিক্ষার্থী

প্রকাশিত: ০৪:২৭, ৩ নভেম্বর ২০১৬

জেএসসি ও জেডিসির দ্বিতীয় দিনে বহিষ্কার ২৩ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার ॥ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার দ্বিতীয় দিনেও অনুপস্থিত ছিল ৬২ হাজার ৩১৮ পরীক্ষার্থী। অসুদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয় ২৩ শিক্ষার্থীকে। বুধবার অনুষ্ঠিত হয় জেএসসির দ্বিতীয় প্রথম পত্র এবং জেডিসির আকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষা। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে জেএসসির ইংরেজী প্রথম পত্র এবং জেডিসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি সূত্র জানায়, অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ১২ হাজার ৪৩০ জন, রাজশাহী বোর্ডে চার হাজার ৮৯৩, কুমিল্লা বোর্ডে ছয় হাজার ৪১০ জন, যশোর বোর্ডে পাঁচ হাজার ৮৪ জন, চট্টগ্রাম বোর্ডে দুই হাজার ৭১৮ জন, সিলেট বোর্ডে দুই হাজার ৬৯৯ জন, বরিশাল বোর্ডে তিন হাজার ৩০৯ জন, দিনাজপুর বোর্ডে তিন হাজার ৬৬৬ জন এবং মাদ্রাসা বোর্ডে অনুপস্থিত ছিল ২১ হাজার ১০৯ শিক্ষাথী। অসুদপায় অবলম্বনের দায়ে কুমিল্লা বোর্ডে দুজন, দিনাজপুর বোর্ডে ছয়জন ও মাদ্রাসা বোর্ডে ১৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। ‘তৃণমূল বিএনপি’র ঘোষণা দিলেন ব্যানা হুদা স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বিএনপির সাবেক নেতা ও সাবেকমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ‘তৃণমূল বিএনপি’ নামের নতুন একটি রাজনৈতিক দল ঘোষণা করেছেন। মঙ্গলবার রাত ১০টায় নগরীর লামাবাজারে একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সভায় তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি অসা¤প্রদায়িক বাংলাদেশ নির্মাণে তৃণমূল বিএনপি গঠন করা হয়েছে। সিলেটে হয়রত শাহজালালের (রঃ) পবিত্র মাটি থেকে ‘তৃণমূল বিএনপি’র রাজনৈতিক যাত্রা শুরু। তিনি আরও বলেন, জাতির কাছে আমার যে ওয়াদা ছিল সেই ওয়াদা রক্ষা করে, আমি সাবেক রাজনৈতিক দলের সম্পর্ক ছিন্ন করে দিয়েছি।
×