ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনী নারী পরিচালকের হাইফা এ্যাওয়ার্ড

প্রকাশিত: ০৩:৪৩, ৩ নভেম্বর ২০১৬

ফিলিস্তিনী নারী পরিচালকের হাইফা এ্যাওয়ার্ড

দুই মহিলা ফিলিস্তিনী পরিচালক, গত ২২ অক্টোবর রোববার হাইফা চলচ্চিত্র উৎসবে শীর্ষ স্থান দখল করে নেন। চলচ্চিত্রগুলো হলো- ‘পারসোনাল এফেয়ারস্’ এবং ‘বার বাহার-ইন বিটুইন।’ তাদের এই অর্জনের জন্য তারা বিশ্ব দরবারে আবার জানান দিলেন যে এক যুদ্ধ বিধ্বস্ত জনপদের মানুষ হয়েও তারা সমাজ ব্যবস্থার ভুলত্রুটিগুলো ধরিয়ে দিতে পারেন। এর স্বীকৃতিস্বরূপ তারা তাদের পরবর্তী প্রযোজনার জন্য আর্থিক সম্মাননা লাভ করেন। মাহা হাজ পরিচালিত ‘পারসোনাল এফেয়ারস্’ এবং মায়সেলুন হেমাউন্ড পরিচালিত ‘বার বাহার-ইন বিটুইন’ অর্জন করে সেরা কাহিনী হিসেবে। ‘পারসোনাল এফেয়ারস্’ ছবিটিতে লেখক মূলত দৃষ্টিপাত করেছেন আমাদের তথা কথিত সমাজ ব্যবস্থার কথা। এই ছবিতে দেখা মিলবে এক বয়স্ক আরব দম্পতির, তাদের সন্তান সম্ভবাকন্যা এবং তাদের এক নানি যারা প্রতিনিয়ত সমাজের যুদ্ধ করে তদের মনোবল ভেঙ্গে যাচ্ছে। পুরুষশাসিত সমাজের অধীনে জীবনের একটি অনন্য দৃষ্টান্ত এই চলচ্চিত্র। আর মায়সেলুন হেমাউন্ড পরিচালিত ‘বার বাহার-ইন বিটুইন’ ছবিটিতে লেখক দৃষ্টিপাত করেন তিন তরুণ ফিলিস্তিনী নারী যারা আরব সমাজের অবহেলিত এবং উদার ইসরাইলী সমাজের সবসময় দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে তাদের সংজ্ঞায়িত করে কিন্তু তারা তেলআবিব পথে প্রন্তরে যুদ্ধ করছে স্বাধীনতার জন্য। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উভয় পরিচালক ইসরাইলী নাগরিকত্ব আছে, কিন্তু ফিলিস্তিনি হিসেবে শনাক্ত তারা। এই পুরস্কার স্বাধীনচেতা নারীদের একধাপ সামনে এগিয়ে নিয়ে গেল কারণ পিতৃতান্ত্রিক সমাজ ধারায় নারীদের শক্তিশালী অবস্থান বিশেষ গুরুত্ব লাভ করে। আনন্দকণ্ঠ ডেস্ক
×