ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ঋত্বিক ঘটক চলচ্চিত্র উৎসব

প্রকাশিত: ০৩:৩৮, ৩ নভেম্বর ২০১৬

রাজশাহীতে ঋত্বিক ঘটক চলচ্চিত্র উৎসব

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ঋত্বিক ঘটক চলচ্চিত্র উৎসব। ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি এ উৎসবের আয়োজন করেছে। আয়োজক সুত্রে জানা গেছে রাজশাহী নগরীর পদ্মার পাড়ের বড়কুঠি লালন মঞ্চে প্রতিদিন বিকেল সাড়ে ৫টায় শুরু হবে চলচ্চিত্র প্রদর্শনী। এ উৎসবে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের ৩০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ প্রসঙ্গে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডাঃ এফএমএ জাহিদ জানান, আগামী ৪ নবেম্বর উদ্বোধনী ও ঋত্বিক ঘটক সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের আয়োজন শুরু হবে। উৎসবে জাতীয় সঙ্গীত সম্মেলন পরিষদের পরিবেশনায় স্মরণ সঙ্গীত পরিবেশিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় প্রমুখ। পরদিন ৫ নবেম্বর উৎসবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাসগুপ্ত ও মোরশেদুল ইসলাম। উৎসবে অংশ নেবেন ফেডারেশন ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি প্রেমেন্দ্র মজুমদার। বুদ্ধদেব দাসগুপ্তের ‘আনয়ার কা আজাব কিস্সা’ চলচ্চিত্রের মাধ্যমে শুরু হবে এ উৎসব। উৎসবে মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’, তওকীর ইসলামের ‘আয়না’, এম আই মুন্নার ‘কপি’ ও বসন্ত বাতাসের ‘লাভ ইউ সাকিব’ প্রদর্শিত হবে। এছাড়া রাজশাহীর পরিচালক শাহরিয়ার চয়নের ‘ফানুষ’, মাহফুজ আহমেদের ‘লাভ বোথ সাইড’, অমিত রুদ্রর ‘অন্য কোথাও চল’, আরিফুর রহমানের ‘কুকুরের প্রতি’, আরিফ হোসেন হৃদয়ের ‘মুখোশ’ এবং সাজ্জাদ বকুলের ‘দাবালন’ প্রদর্শিত হবে। ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডাঃ এফএমএ জাহিদ জানান, উৎসব আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। প্রবেশমূল্য ছাড়াই দর্শনার্থীরা চলচ্চিত্র উপভোগ করতে পারবেন।
×