ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাড্ডায় ৪ খুনের সহযোগী উজ্জ্বল গ্রেফতার

প্রকাশিত: ০৮:১১, ২ নভেম্বর ২০১৬

বাড্ডায় ৪ খুনের সহযোগী উজ্জ্বল গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে গত বছর রাজধানীর বাড্ডায় চাঞ্চল্যকর ফোর মার্ডার মামলার আসামি উজ্জ্বল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। যদিও ইতোপূর্বেই দুই আসামি গ্রেফতারের পর হত্যা রহস্যের জট খুলে গেছে। সর্বশেষ উজ্জ্বলসহ তিন আসামি গ্রেফতার হলো। গ্রেফতারকৃত উজ্জ্বল ফোর মার্ডারের অন্যতম সহযোগী হিসেবে কাজ করেছিল। উজ্জ্বল পূর্বপরিকল্পনা অনুযায়ী ঘটনার সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান গামাসহ চারজনের সঙ্গে অবস্থান করছিল। এবং মোবাইল ফোনে টার্গেটকৃতদের অবস্থান সম্পর্র্কে হত্যাকারীদের তথ্য দিয়েছিল। মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মোঃ আব্দুল বাতেন এসব তথ্য জানান। তিনি জানান, ডিবির উত্তর বিভাগের গুলশান জোনাল টিম বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে উজ্জ্বলকে (২০) গ্রেফতার করে। গত বছর ১৬ আগস্ট মামলার তদন্তভার পাওয়ার পরেই ডিবি পুলিশ রাজধানীর ভাটারা এলাকা থেকে বাড্ডা থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ফারুক মিলন (৪০) ও বাড্ডা থানা ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ ওরফে নূরে আলমকে (২৬) গ্রেফতার করে। নূরে আলম ১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত গুলশান থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বও পালন করে। ডিবি সূত্রে জানা গেছে, মূলত গার্মেন্টসের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই হত্যাকা-ের ঘটনাটি ঘটে। হত্যাকা-ের নেপথ্যে কোন রাজনৈতিক প্রতিহিংসা, অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল, আধিপত্য বিস্তারের কোন বিষয় নেই। স্থানীয় সন্ত্রাসী বাউল সুমন দীর্ঘদিন ধরেই এলাকার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল। কারাগারে সুমনের মৃত্যু হয়। এরপর থেকেই গামা ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছিল। এ নিয়েই দ্বন্দ্বের জেরে হত্যাকা-ের ঘটনাটি ঘটে।
×