ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মওলানা ভাসানী ভার্সিটিতে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি

প্রকাশিত: ০৪:০১, ২ নভেম্বর ২০১৬

মওলানা ভাসানী ভার্সিটিতে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১ নবেম্বর ॥ মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বিফার্ম ও বিএসসি (অনার্স) কোর্সের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা আগামী ১৫ নবেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জানা যায়, পূর্বঘোষিত আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর থেকে ১৫ নবেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সেদিন রাত ১২টা পর্যন্ত টেলিটকে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে। এ বছর চারটি ইউনিটের অন্তর্ভুক্ত ১৫টি বিভাগে ৭৯৫টি আসনের জন্য এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ ও ১১ ডিসেম্বর। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড ও ওয়েবসাইটে ww w.mbstu. ধপ.নফ পাওয়া যাবে। জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় লিবান পুরস্কৃত জয়নুল আবেদিন আর্ট স্কুল আয়োজিত ১১তম জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করেছেন শিশু চিত্রশিল্পী মাহরুস আলম লিবান। মাইলস্টোন কলেজের পরিচালক মোঃ মাসুদ আলম ও শারমিন আকতার লিপি দম্পতির প্রথম সন্তান মাহরুস আলম লিবানের আঁকা ছবিটি ‘ক’ বিভাগ থেকে সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়। রবিবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় সেরা শিশু চিত্রশিল্পীদের পুরস্কার বিতরণ ও নির্বাচিত সেরা ছবি নিয়ে দু’দিনব্যাপী প্রদর্শনী। এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছ থেকে অন্য সেরা আঁকিয়েদের সাথে নির্বাচিত সেরা ছবির জন্য পুরস্কার গ্রহণ করেন মাহরুস আলম লিবান। -বিজ্ঞপ্তি ৮০ জনকে সনদ প্রদান নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১ নবেম্বর ॥ শেরপুরে যুব উন্নয়ন অধিদফতরের আওতায় বুনিয়াদি প্রশিক্ষণ শেষে ৮০ জন বেকার যুব-যুবার হাতে তুলে দেয়া হয়েছে সনদ। মঙ্গলবার দুপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ওই সনদ তুলে দেন সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি। এ উপলক্ষে জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার ও শেরপুর পৌরসভার প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাস্থ্যবিষয়ক কর্মশালা স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার ‘স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটির ক্ষমতায়ন কর্মসূচীর’ আওতায় কমিউনিটির জনগণের অধিকতর উন্নত সেবা নিশ্চিতের জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সঙ্গে ইউনিয়ন পরিষদের সমন্বয় বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল বাকী। বক্তব্য রাখেন প্রধান অতিথি পটুয়াখালীর জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকীসহ সংশ্লিষ্ট বিভাগীয় পদস্থ কর্মকর্তাবৃন্দ।
×