ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

যুবলীগ নেতা বলে কথা-

প্রকাশিত: ০৬:৩৬, ৩১ অক্টোবর ২০১৬

যুবলীগ নেতা  বলে কথা-

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ৩০ অক্টোবর ॥ বাঁশখালীতে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় মাদারীপুর-১ আসনের এমপি নূরে আলম চৌধুরী লিটনের ছোট ভাই লিংকন চৌধুরীর শাশুড়ি শেখ মুবিনি আক্তার, বাঁশখালীর প্রয়াত সাবেক এমপি সুলতান উল কবির চৌধুরীর ভাতিজা সুলতান লিটন চৌধুরী এবং সাবেক পৌর মেয়র আওয়ামী লীগ নেতা শেখ ফখরুদ্দীন চৌধুরীর স্ত্রী শেখ শওকত আরা চৌধুরীসহ আওয়ামী পরিবারের জায়গা জবর দখল করে নিলেন সেই যুবলীগ নেতা মকসুদ। স্পর্শকাতর বিষয়েও প্রভাব কাটিয়ে কাজ চালিয়ে গেলেও স্থানীয়রা ভয়ে নিশ্চুপ, কেননা যুবলীগ নেতা ...। তাছাড়া পরিবেশ অধিদফতর ও পৌরসভার অনুমতির তোয়াক্কা না করে যুবলীগ নেতা মকসুদ আহমদ পাহাড় কেটে পুকুর ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে এ ঘটনায় ওই জায়গার মালিকগণ সংশ্লিষ্ট অধিদফতরে আবেদন করেও কোন সুরাহা পাচ্ছে না। তাছাড়া এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশের পর অতিরিক্ত শ্রমিক নিয়োগ করে তড়িঘড়ি কাজ চালিয়ে যাচ্ছে যুবলীগ নেতা। পৌরসভার ১০০ গজের ভেতরে পাহাড় কেটে পুকুর ভরাটের কাজ চালিয়ে গেলেও প্রশাসন নির্বিকার। পাহাড় কেটে পুকুর ভরাটের কাজ বন্ধ না হওয়ায় জমির মালিক ও স্থানীয় এলাকাবাসীসহ সর্বমহলে ক্ষোভ দেখা দিয়েছে। এই বিষয়ে রবিবার বাঁশখালী থানার অফিসার ইনচার্জ জানান, পুকুর ভরাটের বিষয়টি পরিবেশ অধিদফতর দেখে থাকেন। তবে জায়গা নিয়ে বিরোধ থাকায় আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয় তা পুলিশী নজরদারির মধ্যে রয়েছে। এদিকে এ বিষয়ে পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী জানান, পুকুর ভরাটের বিষয়ে পৌরসভা হতে কোন অনুমতি নেয়া হয়নি। কিভাবে পরিবেশ অধিদফতরের ও পৌরসভার অনুমতিবিহীন কাজ চালিয়ে যাচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে।
×