ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদাত বার্ষিকী আজ

প্রকাশিত: ০৪:১৪, ২৮ অক্টোবর ২০১৬

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদাত বার্ষিকী আজ

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৭ অক্টোবর ॥ আজ ২৮ অক্টোবর, শুক্রবার। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী। ’৭১-এর এদিনে মৌলভীবাজার জেলার ধলাই সীমান্তে পাকিস্তানী বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি শহীদ হন। তাঁর শাহাদৎবার্ষিকী উপলক্ষে আজ খর্দ খালিশপুর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজ মাঠে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হযেছে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্ম ১৯৪৫ সালে ভারতের নদীয়া জেলার ডুমুরিয়া গ্রামে। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর পিতা আক্কাস আলী মণ্ডলের সঙ্গে হামিদুর রহমান পরিবারসহ ঝিনাইদহের মহেশপুর উপজেলার খর্দ খালিশপুর গ্রামে চলে আসেন এবং বসতি গড়েন। দরিদ্রতার কারণে তিনি পড়াশুনা করতে পারেননি। কৃষি কাজ শুরু করেন কিশোর হামিদুর রহমান। এরপর আনসার বাহিনীতে যোগ দেন। মুক্তিযুদ্ধ শুরু হলে মুক্তিবাহিনীতে যোগ দিয়ে ভারতে প্রশিক্ষণ নেন। তারপর তিনি বাংলাদেশ সেনা বাহিনীতে অন্তর্ভুক্ত হন। তাকে জেড ফোর্সের অধিন্যস্ত করা হয়। ১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজার জেলার সীমান্তে ধলাই পাক সেনা ঘাঁটি আক্রমণ করে মুক্তি বাহিনী। পাক সেনাদের দুটি মেশিনগান পোস্ট থেকে অবিরাম গুলিবর্ষণের মুখে ঘাঁটি দখল করা কষ্টকর হয়ে পড়ে। ওই দুটি মেশিনগান পোস্ট ধ্বংসের দায়িত্ব পড়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ওপর। তিনি জীবনবাজি রেখে গ্রেনেড চার্জ করে পাক সেনাদের মেশিনগান পোস্ট দুটি ধ্বংস করেন। এ সময় পাক সেনাদের গুলিতে তিনি শহীদ হন। তাকে ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসা গ্রামে দাফন করা হয়। ২০০৭ সালের ১০ ডিসেম্বর তার দেহাবশেষ ভারত থেকে ফিরিয়ে এনে ঢাকায় মিরপুর বুদ্ধিজীবী গোরস্তানে ফের সামরিক মর্যাদায় সমাহিত করা হয়। তার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শুক্রবার প্রশাসন ও খর্দ খালিশপুর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজের পক্ষ থেকে কলেজ মাঠে মিলাদ মাহফিল ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
×