ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

প্রকাশিত: ০৪:১৩, ২৮ অক্টোবর ২০১৬

আওয়ামী লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৭ অক্টোবর ॥ শৈলকুপার প্রবীণ আওয়ামী লীগ নেতা আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা মুক্তার আহম্মেদ মৃধা (৬৫) ও তার ছেলে গোলাম মোরশেদ মৃধাকে (৩০) কুপিয়ে ও পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলকাবাসী। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে শৈলকুপার গাড়াগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শৈলকুপাবাসীর ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করা হয়। এ কর্মসূচীতে স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। সরেজমিন দেখা যায়, দুপুরের দিকে বাস, ট্রাক, নসিমন ও ভ্যানবোঝাই করে কয়েক হাজার মানুষ গাড়াগঞ্জ বাজারে এসে জমা হয়। বাজারে পৌঁছে তারা বিক্ষোভ করতে শুরু করে। সড়কের দু’ধারে দাঁড়িয়ে প্রায় এক কিলোমিটার মানববন্ধন করে। শেষে বাজারের ওপরেই তারা বিক্ষোভ করাসহ এক প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন শৈলকুপার সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নায়েব আলী জোয়ার্দার। বক্তব্য রাখেন- মোক্তার আহমেদ মৃধার ছেলে মাহমুদুল হাসান মৃধা সুমন, মুক্তিযোদ্ধা ডাঃ মেহের আলী, রেজাউল ইসলাম খাঁ, মিজানুর রহমান বাবলু, দুধসর ইউনিয়নের চেয়ারম্যান সোয়েব জোয়ার্দার, বাবলু জোয়ার্দার প্রমুখ। বক্তরা বলেন, শৈলকুপায় চারটি গ্রুপের ছয় কোটি টাকার টেন্ডার এ হামলার নেপথ্যে রয়েছে। তারা অভিযোগ করেন, এ হামলার পেছনে প্রভাবশালী টেন্ডারবাজদের হাত রয়েছে। উল্লেখ্য, গত ১৮ অক্টোবর শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি দোকানে বসেছিলেন মুক্তার আহমেদ মৃধা ও তার ছেলে কৃষি ব্যাংকের কর্মকর্তা গোলাম মোরশেদ মৃধা। এ সময় একদল যুবক লাঠিসোঠা, রামদা নিয়ে মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদ মৃধার ওপর হামলা চালায়। তাকে পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। ছেলে শৈলকুপা ভাটই বাজার কৃষি ব্যাংক শাখার কর্মকর্তা গোলাম মোরশেদ আহমেদ মৃধা হামলাকারীদের হাত থেকে বাবাকে বাঁচাতে গেলে তাকেও বেধড়ক পেটানো হয়। বর্তমানে পিতা-পুত্র ঢাকার মোহাম্মদপুরের বিডিএম প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন।
×