ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

প্রথম মার্কিন ঔপন্যাসিক হিসেবে ম্যান বুকার জিতলেন পল বিটি

প্রকাশিত: ০৫:৪৫, ২৭ অক্টোবর ২০১৬

প্রথম মার্কিন ঔপন্যাসিক হিসেবে ম্যান বুকার জিতলেন পল বিটি

মার্কিন লেখক পল বিটি ইংরেজী সাহিত্যের সম্মানজনক পুরস্কার ম্যান বুকার জয় করেছেন। প্রথম মার্কিন ঔপন্যাসিক হিসেবে তিনি এ পুরস্কার অর্জন করলেন। বর্ণবাদ নিয়ে ব্যঙ্গধর্মী ‘দ্য সেলআউট’ উপন্যাসের জন্য তিনি এ পুরস্কার জয় করেন। খবর বিবিসির। ডাচেস অব কর্নওয়াল লন্ডনের গিল্ডহলে মঙ্গলবার এক অনুষ্ঠানে ৫৪ বছর বয়সী পল বিটির হাতে ৫০ হাজার পাউন্ড (প্রায় ৬০ লাখ টাকা) অর্থমূল্যের এ পুরস্কার তুলে দেন। ‘দ্য সেলআউট’ উপন্যাসের গল্প একজন কৃষ্ণাঙ্গ তরুণকে ঘিরে আবর্তিত হয়েছে। ওই তরুণ লস এ্যাঞ্জেলেসের শহরতলীতে বর্ণবাদ ও দাসপ্রথা পুনরায় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। ২০১৬ সালের ম্যান বুকার বিচারক প্যানেলের প্রধান আমান্ডা ফোরম্যান বলেন, এই বইয়ে প্রতিটি কুপ্রথা নির্মমভাবে ব্যবচ্ছেদ করা হয়েছে। পুরস্কার গ্রহণ করার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মার্কিন লেখক বলেন, এ বেশ কঠিন একটি বই, লিখতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। আমি জানি এটি পড়াও বেশ কঠিন। ১৯৬২ সালে লস এ্যাঞ্জেলেসে জন্মগ্রহণকারী পল বিটি বর্তমানে নিউইয়র্কে বসবাস করছেন। ইতোপূর্বে তার লেখা অন্যান্য উপন্যাসের মধ্যে সøামবারল্যান্ড, টাফ এ্যান্ড দ্য হোয়াইট বয় শাফল উল্লেখযোগ্য। ২০১৬ সালের ম্যান বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় অন্য যে বইগুলো ছিল সেগুলো হচ্ছে- যুক্তরাজ্যের ডেবোরা লেভির ‘হট মিল্ক’, যুক্তরাজ্যের গ্রায়েমি মাকরে বার্নেটের ‘হিজ ব্লাডি প্রজেক্ট’, মার্কিন লেখক ওটেসা মোশফেগের ‘ইলেন’, কানাডার ডেভিড সাজলের ‘অল দ্যাট ম্যান ইজ’ এবং কানাডার ম্যাডেলিন থেইনের ‘ডু নট সে উই হ্যাভ নাথিং’। ২০১৫ সালে জ্যামাইকান লেখক মারলন জেমস ‘এ ব্রিফ হিস্ট্রি অব সেভেন কিলিং’ উপন্যাসটির জন্য ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন। জ্যামাইকার প্রথম লেখক হিসেবে তিনি ম্যান বুকার জয় করেছিলেন। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার লেখক রিচার্ড ফ্ল্যানাগান তার ‘দ্য ন্যারো রোড টু দ্য ডিপ নর্থ’ উপন্যাসের জন্য ম্যান বুকার পেয়েছিলেন। ম্যান বুকার পুরস্কার তিন বছর হলো যে কোন দেশের লেখকের জন্য উন্মুক্ত করা হয়েছে। ‘দ্য সেল আউট’ চূড়ান্ত পর্যায়ে পাঁচটি প্রতিদ্বন্দ্বী উপন্যাসকে পরাজিত করে ম্যান বুকার জয় করে। সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ছয়টি উপন্যাসের লেখকদের মধ্যে দু’জন ব্রিটিশ, দুজন মার্কিন, একজন কানাডীয় এবং একজন ব্রিটিশ-কানাডীয় বংশোদ্ভূত।
×