ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বর্জ্যকে আয়ের উৎসে পরিণত করা হবে ॥ মেয়র

প্রকাশিত: ০৫:৫৫, ২৫ অক্টোবর ২০১৬

বর্জ্যকে আয়ের উৎসে পরিণত করা হবে ॥ মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে নাগরিক সেবার উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নতুন আঙ্গিকে চালু করা হয়েছে। ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ ও অপসারণ কর্মসূচী বাস্তবায়িত হলে নগরীর পরিবেশ আরও উন্নত হবে। পৃথিবীর নানা দেশে বর্জ্যকে আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে আয়ের উৎসে পরিণত করা হয়েছে। চট্টগ্রামেও বর্জ্যরে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সার, জ্বালানি ও বিদ্যুত উৎপাদন করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এই উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে আসছে দেশী-বিদেশী অনেক সংস্থা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন সোমবার নগরীর হালিশহর আনন্দবাজার গার্বেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও ডাম্পিং স্টেশন সরেজমিনে পরিদর্শনকালে এ কথাগুলো বলেন। তিনি গার্বেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং গার্বেজ ডাম্পিং স্টেশনের বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে সার, জ্বালানি ও বিদ্যুত উৎপাদন উদ্যোগ বাস্তবায়নে দেশী-বিদেশী বহু সংস্থা এগিয়ে আসছে। তারা প্রযুক্তিগত সহযোগিতাসহ এ খাতে পুঁজি বিনিয়োগে আগ্রহী।
×