ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মদ নিষিদ্ধে ইরাকের পার্লামেন্টে ভোট

প্রকাশিত: ০৪:০৩, ২৪ অক্টোবর ২০১৬

মদ নিষিদ্ধে ইরাকের পার্লামেন্টে ভোট

মদ উৎপাদন, ব্রিক্রি ও আমদানি নিষিদ্ধ করতে ইরাকের পার্লামেন্টে এমপিরা শনিবার ভোট দিয়েছেন। কিছু ধর্মীয় সংখ্যালঘুকে ক্ষুব্ধ করতে এবং প্রভাবশালী ধর্মীয় দলগুলোকে খুশি করার উদ্দেশেই সম্ভবত এই বিস্ময়কর পদক্ষেপ। মদ নিষিদ্ধের পক্ষে প্রস্তাবকারীদের দাবি, এটি সংবিধান মতে যুক্তিযুক্ত, যে সংবিধান ইসলামের বিরুদ্ধে যায় এমন কোন আইনের বিরোধী। কিন্তু কিছু বিরোধীর মতে, এটা একই সংবিধানের পরিপন্থী যা ধর্মীয় সংখ্যালঘুদের ঐতিহ্যের নিশ্চয়তা দেয়। যোনাদাম কান্নার একজন প্রবীণ খ্রীস্টান এমপি বলেন, এই আইন লংঘন করলে ১০ মিলিয়ন থেকে ২৫ মিলিয়ন (৮ হাজার থেকে ২০ হাজার ডলার) জরিমানা গুনতে হবে। -এএফপি
×