ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবশেষে এতিমের টাকা উদ্ধারে পুলিশ

প্রকাশিত: ০৩:৫১, ২৪ অক্টোবর ২০১৬

অবশেষে এতিমের  টাকা উদ্ধারে পুলিশ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ পুলিশের কর্মকা-ে মানুষের নেতিবাচক ধারণা আজ থেকে নয়, দীর্ঘ দিনের। সময়ের সঙ্গে সঙ্গে তা বেড়েছে বৈ কমেনি। পুলিশও তা নির্দ্বিধায় কবুল করে। কিন্তু এর মধ্যেও যে পুলিশ ভাল কাজ করে না, তা নয়। যশোর কোতোয়ালি থানার দুই অফিসার তেমনি কাজ করে নিজেরা যেমন পরিতৃপ্ত, উপকারভোগীরাও দোয়া করছেন তাদের জন্য। সূত্র জানায়, বকচর হুশতলা বউবাজার এলাকার নাজিমউদ্দিন। মোটরপার্টসের এই ব্যবসায়ী বছর দুয়েক আগে মারা গেছেন। রেখে গেছেন স্ত্রী, তিন নাবালক সন্তান। লেনদেন সূত্রে তিনি বিভিন্ন লোকের কাছে টাকা পেতেন। নাজিমের মৃত্যুর পর তার ভাইসহ স্বজনরা পাওনা টাকা উঠিয়ে এতিম সন্তানদের হাতে না দিয়ে নিজেরা আত্মসাত করে। টাকার অঙ্ক অন্তত ছয় লাখ। এ নিয়ে এলাকায় সালিশ-বিচারও হয়েছে। কিন্তু নাজমা আক্তার বীথি ও সন্তানরা পাওনা টাকা আদায় করতে পারেননি। অবশেষে বীথি শরণাপন্ন হন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস হোসেনের। ওসি ঘটনা শুনে টাকা উদ্ধার করার নির্দেশ দেন এসআই শিহাবুর রহমানকে। বীথি জানান, তার তিনটি সন্তানÑ সুরাইয়া আকতার মিম (৯), সুমাইয়া ইয়াসমিন প্রীতি (সাড়ে পাঁচ বছর) এবং মেহের উদ্দিন নুন (দুই বছর ছয় মাস)। স্বামী নাজিমের মৃত্যুর পর ক্রমেই তাদের আর্থিক অবস্থা খারাপের দিকে যেতে থাকে। পাওনা টাকা হাতে না পাওয়ায় তিনি সন্তানদের নিয়ে বেকায়দায় পড়েন। দীর্ঘদিন বিভিন্ন লোকের কাছে সালিশ-বিচার দিয়ে টাকা আদায়ে ব্যর্থ হন। নির্দেশ পেয়ে এসআই শিহাব নাজিমের স্বজনদের ওপর চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে শনিবার তারা এসআই শিহাবের কাছে ছয় লাখ টাকা হস্তান্তরে বাধ্য হন। কিন্তু পুলিশ বীথির হাতে দিয়েছে মাত্র এক লাখ টাকা। রবিবার বাদবাকি পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র ডাকঘর থেকে কিনে দিয়েছে ওই বিধবার তিন ছেলেমেয়ের নামে। নাজমা আক্তার বীথি বলেন, আমি এবং আমার সন্তানরা পুলিশের এই দুই অফিসারের জন্য দোয়া করছি। এসআই শিহাবুর রহমান বলেন, আমি কাজটি করেছি সম্পূর্ণ মানবিক দিক বিচার করে। এমনিতেই পুলিশের অনেক বদনাম। এতিম শিশুদের জন্য একটা ভাল কাজ করতে পেরে আনন্দবোধ করছি। কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, পুলিশ সম্বন্ধে মানুষের রয়েছে নেতিবাচক ধারণা। পুলিশ কিছু খারাপ কাজও করে কিন্তু আমরা কিছু ভাল কাজও করি, যা মিডিয়ায় আসে না। এতিমদের টাকা উদ্ধার করে দিতে পেরে মনটা অনেক ভাল লাগছে।
×