ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিআইএফএফএলের বিনিয়োগ লক্ষ্যমাত্রা অর্জন

প্রকাশিত: ০৩:৩৭, ২৪ অক্টোবর ২০১৬

বিআইএফএফএলের বিনিয়োগ  লক্ষ্যমাত্রা অর্জন

অর্থমন্ত্রণালয়ের সম্পূর্ণ মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাক্চার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) সম্প্রতি দেশের অবকাঠামো খাতে ১০০০ কোটি টাকা বিনিয়োগ লক্ষ্যমাত্রা অর্জন করেছে। ২০১১ সালে প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠানটি ইতোমধ্যে দেশের বিদ্যুত খাত, অর্থনৈতিক অঞ্চল, ট্যুরিজম, স্বাস্থ্য ও পরিবেশবান্ধব শিল্প খাতে অর্থায়ন করেছে। দেশের ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে অবকাঠামো ও পরিবেশবান্ধব প্রকল্পসমূহে অর্থায়ন করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। গত ৭ সেপ্টেম্বর ২০১৬-এ অনুষ্ঠিত বিআইএফএফএলের ৫ম বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানটি অর্থবছর-২০১৫ সমাপ্ত বছরের জন্য ৮২ কোটি টাকা লভ্যাংশ অনুমোদন করে যার মধ্যে ৭০ কোটি টাকা বোনাস শেয়ার ও ১২ কোটি টাকা নগদ লভ্যাংশ রয়েছে। এতে প্রতিষ্ঠানের বর্তমান পরিশোধিত মূলধন ২০১০ কোটি টাকায় উন্নীত হয়েছে।-বিজ্ঞপ্তি
×