ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বাড়িওয়ালার ধাক্কায় অসুস্থ হয়ে ভাড়াটিয়ার মৃত্যু

প্রকাশিত: ০৫:৪৭, ২৩ অক্টোবর ২০১৬

বাড়িওয়ালার ধাক্কায় অসুস্থ হয়ে ভাড়াটিয়ার মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডায় বাড়ির মালিকের ধাক্কায় অসুস্থ হয়ে আছর আলী (৫৫) নামে এক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলায়। মৃত আছর আলীর ছেলে আল মামুন জানান, মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে ১৪ নম্বর রোডের ১৭ নম্বর ভবনের চারতলায় তারা ভাড়া থাকেন। তিনি জানান, শনিবার সকালে বেশ কিছু লোহার বস্তু বিক্রি করার জন্য ভাঙারিওয়ালাকে চারতলায় ওঠাতে গেলে দারোয়ান বাধা দেয়। এতে তার সঙ্গে তর্ক হয়। পরে বাড়ির মালিক হারুন অর রশিদ এসে বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মাটিতে পড়ে গিয়ে বাবা অচেতন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে ফরাজি হাসপাতাল নেয়া হয়। সেখান থেকে হৃদরোগ হাসপাতালে নিয়ে যাওয়া যায়। অবস্থার অবনিত হলে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড্ডা থানার পুলিশ জানায়, মৃত আছর আলী মেরুল বাড্ডার ওই ভবনের চারতলা ভাড়া থাকেন। শনিবার দুপুর ১২টায় ওই ভবনে হকার প্রবেশ করাকে কেন্দ্র করে বাড়ির মালিক হারুনের সঙ্গে ভাড়াটিয়া ওই পরিবারের তর্কবিতর্ক হয়। এ সময় ভাড়াটিয়া আছর আলী বাড়ির মালিকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়ে যান। পরে ঢামেক হাসপাতালে তার মৃত্যু হয়। পরে সন্ধ্যার দিকে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।
×