ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

দেড় বছর পর হত্যা মামলা

প্রকাশিত: ০৬:২৩, ২২ অক্টোবর ২০১৬

দেড় বছর পর হত্যা মামলা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মনির হোসেন নামে এক যুবকের মৃত্যুর প্রায় দেড় বছর পর অপমৃত্যু মামলাটি নিয়মিত হত্যা মামলায় রূপ নিয়েছে। নিহতের বাবা সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের আব্দুল মান্নান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসামি করা হয়েছে নিহতের স্ত্রী রাজিয়া সুলতানা ওরফে স্বপ্না এবং তার প্রেমিক ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মোহাম্মাদপুর এলাকার তোফাজ্জেল হোসেন ওরফে সবুজকে। পরে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তোফাজ্জেল প্রায় রাতে স্বপ্নার বাসায় আসা-যাওয়া করত। স্বামীকে অন্য ওষুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে নিজেরা দৈহিক মিলনে লিপ্ত হতো, যা তাদের মেয়ে আফিফা (১২) দেখেও কাউকে কিছু বলেনি। ২০১৫ সালের ১২ এপ্রিল রাতে স্বপ্না তার স্বামী মনিরকে আগের মতো অন্য ওষুধের সঙ্গে ঘুমের ওষুধও খাওয়ায়। এতে মনির অসুস্থ হয়ে পড়ে এবং তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি এতদিন পর জানাজানি হওয়ায় তিনি মামলা করেন।
×