ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া কবে কারাগারে যাবেন দেখার অপেক্ষায় আছি ॥ এরশাদ

প্রকাশিত: ০৫:৩৬, ২১ অক্টোবর ২০১৬

খালেদা জিয়া কবে কারাগারে যাবেন দেখার অপেক্ষায় আছি ॥ এরশাদ

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২০ অক্টোবর ॥ জাতীয় পার্টি জ্বালাও পোড়াও ধ্বংসের রাজনীতি করে না। জাতীয় পার্টিতে সহিংসতার কোন স্থান নেই। যারা এসব করেছে তারা আজ নিজেরাই ধ্বংসের পথে। তারা ক্রমাগত বিভক্ত হয়ে পড়ছে। যারা জাতীয় পার্টিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল আগামীতে তাদের অস্তিত্ব খুঁজে পাবে না দেশের মানুষ। বিএনপিকে ঈঙ্গিত করে সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদ সদস্য হুসেইন মুহম্মদ এরশাদ বৃহস্পতিবার রংপুর মহানগরীর একটি হোটেলের হলরুমে রংপুর বিভাগীয় শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন। তিনি ওই সভা থেকে আগামী ২০ নবেম্বর রংপুর জিলা স্কুল মাঠে রংপুর বিভাগীয় কর্মী সমাবেশের ঘোষণা দেন। সভায় এরশাদ তার ওপর বিগত বিএনপি সরকার আমলের নানা নির্যাতন ও ষড়যন্ত্রের কথা উল্লেখ করে আরও বলেন, আমাকে বেগম খালেদা জিয়া জেলে রেখে হত্যা করতে চেয়েছিল। আমাকে জেলে নিয়েছে। বিএনপি নেত্রী খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে মনে প্রাণে কামনা করেছিলেন আমি যেন মারা যাই। কিন্তু আমি মারা যাইনি। বেঁচে আছি এবং আল্লাহর রহমতে ভালভাবে বেঁচে আছি। এখন খালেদা জিয়া কবে কারাগারে যাবেন তা দেখার অপেক্ষায় আছি। তিনি বলেন, যারা আমাদের ধ্বংস করতে চেয়েছিল আমাদের পার্টিকে বিভক্ত করতে নানা ষড়যন্ত্র করেছে সেই বিএনপি আজ ধ্বংস হতে চলেছে। তারাই আজ নানাভাবে বিভক্ত হয়ে পড়েছে। নিজস্ব অতীত গৌরব নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দেশের বর্তমান অবস্থায় জনগণ মনে করে জাতীয় পার্টির এখন খুব প্রয়োজন। তাই আজ জাতীয় পার্টির প্রতিটি সভা সমাবেশে মানুষের ঢল নামে। আমরা সিলেট পুণ্যভূমি থেকে জাতীয় পার্টির নির্বাচনী প্রচার শুরু করেছি। সেখানে লাখো মানুষের ঢল নেমেছিল। রংপুর বিভাগে আমরা আগামী ২০ নবেম্বর থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য আনুষ্ঠানিক প্রচার শুরু করব। ওই দিন মহাসমাবেশ থেকে এই কর্মসূচী ঘোষণা দেয়া হবে। এজন্য তিনি দলের নেতাকর্মীদের প্রস্তুত হতে বলেন। এজন্য সকল নেতাকর্মীকে মান-অভিমান ভুলে দলের জন্য কাজ করার আহ্বান জানান। যেসব নেতাকর্মী নানা কারণে অভিমান করে দল ছেড়ে চলে গেছেন এবং নিষ্ক্রিয় হয়ে আছেন তাদের তিনি দলে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন এজন্য কেন্দ্রীয় এবং জেলা থেকে তৃণমূল পর্যায়ে সকলকে উদ্যোগ নিতে হবে। প্রয়োজনের তাদের সঙ্গে আমিও কথা বলব। এখনই সময় পার্টিকে শক্তিশালী করার। কারণ দেশের মানুষ এখন অনেক সচেতন। তারা দেশের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে মনে করে জাতীয় পার্টির কোন বিকল্প নাই। একমাত্র আমরাই মানুষের প্রত্যাশা পূরণ করতে পারব। আগামীতে আমাদের রংপুর বিভাগের ২২টি আসন নিজের দখলে রাখতে হবে। আমাদের দলের প্রার্থীদের নির্বাচিত করতে হবে। এরশাদ আরও বলেন, এখন আমাদের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, চীনের প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। জাতীয় পার্টির নেত্রী বিরোধীদলীয় নেত্রীর রওশন এরশাদের সঙ্গে দেখা করেননি। তাতে কি বুঝায় এর জন্য আমাদের শক্তি অর্জন করতে হবে। আমরা এমন একটা অবস্থানে যেতে চাই যাতে আমাদের ছাড়া নির্বাচন হবে না। জাতীয় পার্টি ছাড়া সরকার গঠন হবে না। তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, আমরা ভোট করেছি বলেই আপনারা ক্ষমতায় গেছেন, আমরা সংসদে বিরোধী দল আমাদেন তুচ্ছতাছিল্য করা হয়। ইতিহাস বলে কোন দল ২৬ বছর ক্ষমতার বাইরে থেকে টিকে থাকতে পারে না। কিন্তু জাতীয় পার্টি টিকে আছে। জাতীয় পার্টিই এখন দেশের সরকার গঠন ও রাজনীতির ভারসাম্য।
×