ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হেমন্তেই হাল্কা শীতের আমেজ

প্রকাশিত: ০৯:২০, ২০ অক্টোবর ২০১৬

হেমন্তেই হাল্কা শীতের  আমেজ

স্টাফ রিপোর্টার ॥ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বিদায় নিয়েছে। সেই স্থানে উত্তুরে বায়ু এখনও না এলেও বৃষ্টি নিয়ে এসেছে শীত শুরুর আমেজ। ভোরে শীত শীত ভাব, সন্ধ্যায় হালকা কুয়াশা শীতকাল শুরুর আগেই যেন শীতের আগমন বার্তা দিচ্ছে। উত্তরাঞ্চলে রাতে বেশ শীত অনুভূত হচ্ছে। প্রতিবছর অক্টোবরের দ্বিতীয়ার্ধে গ্রামাঞ্চলে শীতের আমেজ শুরু হয়। এটা স্বাভাবিক। তবে এই আবহাওয়াকে আগাম শীত বলতে নারাজ আবহাওয়া অফিস। আগামী নবেম্বরে এক থেকে দু’টি নিম্নচাপ ও একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে। অবশ্য বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ঢাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। বুধবার ঢাকায় আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৪.৬ ডিগ্রী সেলসিয়াস। বাংলা পঞ্জিকা অনুসারে শুরু হয়েছে হেমন্তকাল। অগ্রহায়ণ পেরিয়ে পৌষ-মাঘ শীতকাল ধরা হলেও হেমন্তেই শীত অনভূত হওয়া শুরু করে। এবার বর্ষা বিদায়ের আগে রাজধানী ছাড়া দেশের অনেক স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ ঝরিয়ে গেছে। তারপর থেকেই গ্রামাঞ্চলে শুরু হয়ে গেছে শীতের হালকা আমেজ। দিনভর গরমের পর ভোরের হালকা ঠা-া হাওয়া টের পাচ্ছেন নগরবাসীও, তাই সকালের রোদ অনেকের কাছেই হয়ে উঠেছে মিষ্টি। আবহাওয়া অধিদফতর বলছে, শীতের আগমন টের পাওয়া যাচ্ছে। তবে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে নবেম্বরে। শীতের আমেজও বাড়বে বেশ। পুরোপুরি শীত অনুভূত হবে নবেম্বরের দ্বিতীয়ার্ধের দিকে।
×