ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উঠে আসছেন চীনের পেং

প্রকাশিত: ০৬:২১, ১৭ অক্টোবর ২০১৬

উঠে আসছেন চীনের পেং

স্পোর্টস রিপোর্টার ॥ তানজিন ওপেনের চ্যাম্পিয়ন হলেন চীনের পেং শুয়াই। রবিবার ফাইনালে আমেরিকার এ্যালিসন রিস্ককে হরিয়ে ক্যারিয়ারের প্রথম ডব্লিউটিএ শিরোপা জয়ের স্বাদ পেলেন তিনি। তবে জয়টা খুব সহজে আসেনি তার। ১ ঘণ্টা ৪৫ মিনিট লড়াই করে এদিন পেং শুয়াই ৭-৬ (৭/৩) এবং ৬-২ সেটে হারান এ্যালিসন রিস্ককে। ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়ের পর দারুণ রোমাঞ্চিত শুয়াই। তার দৃষ্টি এখন নতুন মৌসুমে। চোটের কারণে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন পেং শুয়াই। যে কারণে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১৮২ নাম্বারে ছিটকে পড়েছিলেন তিনি। তাই তানজিন ওপেনে ওয়াইল্ড কার্ড নিয়ে কোর্টে নামেন ৩০ বছর বয়সী এই চীনা তারকা। অন্যদিকে এ্যালিসন রিস্কের অবস্থান ৫৬। তবে পারফর্মেন্সের কাছে র‌্যাঙ্কিং যে কোন বিষয় নয় সেটাই প্রমাণ করলেন শুয়াই। শুধু ফাইনালেই নয়, টুর্নামেন্টের ফাইনালে উঠার পথে তিনি র‌্যাঙ্কিংয়ের অষ্টম স্থানে থাকা সভেতলনা কুজনেতসোভাকেও পরাজয়ের স্বাদ উপহার দেন চীনা তারকা। যেখানে শুয়াই লড়াই করেন প্রায় আড়াই ঘণ্টা। এর আগে তিনি ৩-৬, ৭-৫ এবং ৬-৩ সেটে পরাজিত করেন মন্টেনেগ্রোর ডানকা কোভিনিচকেও। তানজিন ওপেন জয়ের ফলে এ বছর পেং শুয়াইয়ের সর্বমোট পুরস্কারের অর্থমূল্য দাঁড়াল ৪২৬.৭৫০ ডলার।
×