ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানাচ্ছে আওয়ামী লীগ

প্রকাশিত: ০৫:৩৩, ১৭ অক্টোবর ২০১৬

সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানাচ্ছে আওয়ামী লীগ

বিশেষ প্রতিনিধি ॥ স্বাধীনতাবিরোধী জামায়াত ও উগ্র সাম্প্রদায়িক সংগঠন ছাড়া বাকি সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে সম্মেলনে আমন্ত্রণ জানাবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ সপ্তাহেই বিএনপিকে আমন্ত্রণ জানিয়ে কার্ড পাঠাবে তারা। বিশ্বের ১৪টি রাষ্ট্রের গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানিয়েছে ক্ষমতাসীন দলটি। দলটির নীতিনির্ধারকদের দৃঢ় আশাবাদ, আমন্ত্রিত বিদেশী সব অতিথিই সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়া সম্মেলনে আগত ৪৫ থেকে ৫০ হাজার লোকের দুই দিনের তিন বেলা করে খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে চারটি প্রতিষ্ঠানকে খাদ্য সরবরাহের দায়িত্বও দেয়া হয়েছে। রবিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফল করতে গঠিত অভ্যর্থনা, স্বেচ্ছাসেবক, শৃঙ্খলা, মঞ্চ, সাজসজ্জা ও খাদ্য উপ-কমিটির যৌথসভা শেষে এসব তথ্য জানান আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৈঠকে তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশের বদনাম ও গীবত গেয়ে বিদেশীদের মন জয় করার চেষ্টা করছেন। যারা বিদেশীদের মন জয় করতে চায়, ধর্ণা দেয়- তাদের ঠিকানা দেশের মানুষের কাছে কখনই হবে না। তাদের ঠিকানা বিদেশেই হবে। ক্ষমতায় যেতে হলে জনগণের মন জয় করতে হবে, বিদেশীদের নয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া সব সময় বিদেশীদের কাছে দেশের বদনাম করেন, কোনদিনই দেশের সুনাম তাকে তুলে ধরতে দেখা যায়নি। সম্প্রতি বাংলাদেশ সফরকালে চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেও দেশের বিরুদ্ধে গীবত করেছেন। অন্যদিকে শেখ হাসিনা জনগণের মন জয় করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করছেন। বিএনপি-জামায়াতের চক্রান্তের বিরুদ্ধে এখন সবাই ঐক্যবদ্ধ। তবে বিএনপি-জামায়াতের অব্যাহত নৈরাজ্য-চক্রান্তের বিরুদ্ধে মানুষকে আরও বেশি শাণিত ও ঐক্যবদ্ধ করতে হবে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছিল। এখন সেই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশের উন্নয়ন এবং কিভাবে শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের শিখরে পৌঁছে যাচ্ছে তা জানতে এসেছেন। সম্মেলনে বিএনপিকে দাওয়াত দেয়া হবে ॥ সম্মেলনে বিএনপিকেও দাওয়াত দেয়া হবে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, আমাদের দেশের রাজনৈতিক দল ও নানা শ্রেণী-পেশার মানুষকে সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছি। মুক্তিযুদ্ধের পক্ষের বড় শক্তি ১৪ দলকে দাওয়াত দিয়েছি এবং বিএনপিকেও দাওয়াত দিচ্ছি। আমরা চাই তারা আসুক। এসে আমাদের বিজয়ের কথা শুনুক এবং তারা নিজেদের চক্রান্তের কথা শুনুক এটাই আমরা চাই। তিনি জানান, আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে এ পর্যন্ত ১৪টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা আশা করছি অধিকাংশ দেশই আমাদের আমন্ত্রণে সাড়া দেবে। কারণ এটা হচ্ছে স্বাধীনতার নেতৃত্ব দিয়ে বিজয়ী আওয়ামী লীগের কাউন্সিল, যার নেত্রী এখনও প্রতিটি মুহূর্তে বিজয় অর্জন করে যাচ্ছেন। বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, সম্মেলনে আগত ৪৫ থেকে ৫০ হাজার লোকের দুই দিনের তিন বেলা করে খাদ্যের ব্যবস্থা থাকবে। চারটি প্রতিষ্ঠানকে খাদ্য সরবরাহের দায়িত্ব দেয়া হয়েছে। সম্মেলনে আগত সব অতিথিকে যথাযথ সম্মান প্রদর্শন করা হবে। যৌথসভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ, ডাঃ দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুল মতিন খসরু, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রতিমন্ত্রী মির্জা আজম, মমতাজ উদ্দিন মেহেদী, আব্দুস সাত্তার, হাবিবুর রহমান সিরাজ, ফরিদুন্নাহার লাইলী, ক্যাপ্টেন (অব) এবি তাজুল ইসলাম, এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম, এসএম কামাল হোসেন ও নুরুল মজিদ হুমায়ুন উপস্থিত ছিলেন।
×