ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাওনা টাকা চাওয়ায় রেস্টুরেন্টে ছাত্রলীগের হামলা, ভাংচুর

প্রকাশিত: ০৮:১৮, ১৬ অক্টোবর ২০১৬

পাওনা টাকা চাওয়ায় রেস্টুরেন্টে ছাত্রলীগের হামলা, ভাংচুর

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ পাওনা টাকা চাওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা ভাংচুর করে একটি রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছেন। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রেস্টুরেন্টের দুই কর্মী আহত হয়। বাকি টাকা ফেরত চাওয়ায় ভাংচুর করা হয় বলে অভিযোগ রেস্টুরেন্ট মালিকের। সংশ্লিষ্টরা জানান, ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থিত গোলাবী রেস্টুরেন্টে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক মোশারফ হোসেন ওরফে রাজু ও সহ-সম্পাদক প্রিতম দাস জনি খেতে যান। এ সময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাদের বকেয়া টাকা পরিশোধের কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ফোন করে সহ-সভাপতি কামরুল, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক অসীম বিশ্বাস, সদস্য উজ্জ্বলসহ আরও ১০/১৫ জন নেতাকর্মী নিয়ে আসেন। এরপর সবাই মিলে রেস্টুরেন্টে হামলা ও ভাংচুর করেন। হামলায় রেস্টুরেন্টের দুই কর্মী মোস্তাকীম (২৭) ও আলমগীর (২০) আহত হন। আহতদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে শাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বলেন, দুপুরে একটু ঝামেলা হয়েছিল। পরে রেস্টুরেন্ট ম্যানেজারের সঙ্গে আমার কথা হয়েছে। বিষয়টি মিটমাট হয়ে গেছে।
×