ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এনজিও কর্মকর্তাসহ নিহত ৫

প্রকাশিত: ০৪:৩১, ১৬ অক্টোবর ২০১৬

এনজিও কর্মকর্তাসহ নিহত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় গাজীপুরে এনজিও কর্মকর্তা, চরফ্যাশনে দুই যুবক, ঠাকুরগাঁওয়ে সাইকেল আরোহী, রাজশাহীতে বৃদ্ধ নিহত এবং ঝিনাইদহে ২৫ যাত্রী আহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। গাজীপুর ॥ বাসের চাকায় পিষ্ট হয়ে শনিবার বাইসাইকেল আরোহী এক এনজিওর মাঠ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের নাম সরোয়ার হোসেন (২৮)। তিনি নওগাঁ জেলার সাপাহার থানার পাহাড়ী পুকুর এলাকার সুলতান আলমের ছেলে। পুলিশ জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ড বাজারের বেসরকারী প্রতিষ্ঠান টিএমএসএসের ফিল্ড সুপারভাইজার (মাঠ কর্মকর্তা) সরোয়ার হোসেন শনিবার সাড়ে ১০টার দিকে বাইসাইকেলে অফিসে যাচ্ছিলেন। পথে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উন্মুক্ত বিশ^বিদ্যালয় গেটের সামনে পৌঁছলে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস সাইকেল আরোহী সরোয়ারকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। চরফ্যাশন ॥ ভোলা চরফ্যাশনের হেলিপ্যাড এলাকায় শনিবার দুপুরে বাসের চাপায় আলামীন (১৭), রাজিব (১৮) নামের দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত আলামিন উপজেলার ভূঁইয়ার গ্রামের ইসমাইলের ছেলে, রাজিব জাহানপুর গ্রামের কবির ডাক্তারের ছেলে। জানা গেছে, আলামিন ও রাজিব মোটরসাইকেলে ভোলা যাওয়ার পথে হেলিপ্যাড মোড়ে চরফ্যাশনগামী একটি বাস তাদের চাপা দেয়। ঠাকুরগাঁও ॥ জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় শনিবার সকালে ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী মারা গেছেন। পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতালের সামনে একটি আলুবাহী ট্রাক সবজি ব্যবসায়ী সাইকেল আরোহীকে সামনের দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সলিমউদ্দিন (৩৫) মারা যান। তার বাড়ি ওই উপজেলার পরদেশীপাড়া গ্রামে। রাজশাহী ॥ রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে আইল্যান্ডে উঠে পড়ে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোন যাত্রী বা পথচারী হতাহতের ঘটনা ঘটেনি। তবে নগরীর সদৃশ্য আইল্যান্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। বাগমারা উপজেলায় ট্রাকচাপায় সাদ্দুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার বাসু বোয়ালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ দুর্গাপুর উপজেলার পালশা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, সাদ্দুর রহমান বাইসাইকেলে চড়ে বাগমারার হাটে পান বেচতে যাচ্ছিলেন। পথে পালশা এলাকায় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঝিনাইদহ ॥ যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে ২৫ জন আহত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে রূপসা পরিবহনের একটি বাস খুলনা থেকে কুষ্টিয়া যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে ২৫ যাত্রী আহত হয়।
×