ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার রূপা হকও ব্রিটেনের ছায়া প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৯:০৫, ১৫ অক্টোবর ২০১৬

এবার রূপা হকও ব্রিটেনের ছায়া প্রতিমন্ত্রী

টিউলিপ রেজওয়ানা সিদ্দিকীর পর এবার যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক ছায়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত এমপি রূপা হক। রূপা হকের আদি বাড়ি পাবনা শহরের মকছেদপুরে। বৃহস্পতিবার লেবার পার্টির নেতা জেরেমি করবিন তাকে এই পদে নিয়োগ দেন। রূপা স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক ছায়ামন্ত্রী ডায়ান এ্যাবোটের নেতৃত্বে কাজ করবেন। খবর বাসস’র। এর আগে বাংলাদেশী বংশোদ্ভূত আরেক এমপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী ও শেখ রেহানার ছোট মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী শিক্ষাবিষয়ক ছায়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। যুক্তরাজ্যের বর্তমান সংসদে বাংলাদেশী বংশোদ্ভূত তিন এমপির আরেকজন রুশনারা আলী। রুশনারা ব্রিটিশ সরকারের বাংলাদেশ বিষয়ক বিশেষ বাণিজ্যদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এরা তিনজনই লেবার পার্টির এমপি। রূপা হক ২০১৫ সালে লন্ডনের ‘ইলিং সেন্ট্রাল এ্যান্ড এ্যাকটন’ আসন থেকে ২২ হাজার ২শ’ ভোট পেয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন।
×