ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:২৩, ১৫ অক্টোবর ২০১৬

টুকরো খবর

২৫৪ পরিবারে বিদ্যুত সংযোগ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শুক্রবার বিকেলে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের বিয়ারা গ্রামে ২৫৪ পরিবারের মধ্যে বিদ্যুত সংযোগ উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি বলেছেন- আগামী ডিসেম্বরের মধ্যে কামারখন্দ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে। এ উপজেলায় চার ইউনিয়ন রয়েছে। এ সময় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম আজাহার আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান, আনোয়ার হোসেন ফারুক, এ্যাডভোকেট রজব আলী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে অধ্যাপক মিল্লাত কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন। ফিমোলিয়া রোগ বিষয়ক পরিচিতি সভা স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে ফিমোলিয়া রোগ বিষয়ক এক পরিচিতি সভা শুক্রবার গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তায় অনুষ্ঠিত হয়। হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের নির্বাহী সদস্য নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মাফরুহা আক্তার। বক্তব্য রাখেন ডাঃ মনসুর আহমেদ রিপন, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল প্রমুখ। অনুষ্ঠানে ফিমোলিয়া রোগ সম্পর্কে সবাইকে সচেতন করে তোলা, প্রাথমিক চিকিৎসা এবং এ রোগের চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে অন্তত ২৫ ফিমোলিয়া রোগী উপস্থিত ছিলেন। বিতর্ক ও কুইজ উৎসব স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ‘যুক্তির মুখরতায় জাগ্রত মানবতা’ স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে শুরু হয়েছে পঞ্চম জাতীয় মেডিক্যাল কলেজ বিতর্ক ও কুইজ উৎসব। শুক্রবার বেলা সাড়ে ১১টায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী এ বিতর্ক উৎসব। ফারাজ আইয়াজ হোসেন স্মরণে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি) ও রাজশাহী মেডিক্যাল কলেজ ডিবেটিং ক্লাব যৌথভাবে এ বিতর্ক উৎসবের আয়োজন করেছে। রাজশাহী মেডিক্যাল কলেজের অডিটরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামরুল হাসান খান। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জনস্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ডাঃ দীন মোহাম্মদ নুরুল হককে আজীবন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) অধ্যক্ষ প্রফেসর মাসুম হাবিব। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সহসভাপতি ডাঃ তাবিবুর রহমান শেখ, রামেকের উপাধ্যক্ষ ডাঃ নওশাদ আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ মহিবুল হাসান, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান একেএম শোয়েব, ইউনিমেড ইউনিহেলথের নির্বাহী পরিচালক নাজমুল হাসান। এক বিষেই প্রাণ গেল মা সন্তানের স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ বিষপান করার পর মায়ের দুধ পান করে দুই বছরের শিশু হাসানুর রহমানের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে তালা উপজেলার বালিয়া গ্রামে। মায়ের নাম ময়না বেগম (২৬)। নিহতরা একই গ্রামের শহিদুল মোড়লের স্ত্রী ও সন্তান। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে শহিদুল মোড়ল শ্বশুরবাড়ি তালা উপজেলার বালিয়া গ্রামে বেড়াতে যায়। রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়। এরই জের ধরে গৃহবধূ ময়না বেগম স্বামীর উপর অভিমান করে বিষপান করে। এর কিছুক্ষণ পর তার দুই বছর বয়সী অবুঝ সন্তান হাসানুর রহমান বুকের দুধ পান করে। এরপর একে একে মৃত্যুর কোলে ঢোলে পড়ে মা ও সন্তান। স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১৪ অক্টোবর ॥ সদর উপজেলার আমদই ইউনিয়নের মাধাইনগরের হাঁটুভাঙ্গা গ্রামে পারিবারিক কলহের জেরে পাষ- স্বামী তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার শয়ন ঘরের ভেতর থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, বৃহস্পতিবার রাতের কোন এক সময়ে পারিবারিক কলহের জের ধরে দুই সন্তানের জননী নাছিমা বেগমকে (৪০) শ্বাসরোধে হত্যার পর স্বামী আব্দুল হামিদ (৪৫) নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। চিকিৎসা সামগ্রী বিতরণ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সরকারের স্বাস্থ্য সেবায় প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে জেলার গোদাগাড়ী উপজেলার ৩৪ কমিউনিটি ক্লিনিকে ২৩ লাখ টাকার চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এসব সামগ্রী বিতরণ করেন। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজ। চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে ৫৩টি করে ব্লাড প্রেসার পরিমাপের মেশিন, নেবুলাইজার মেশিন ও ব্লাড গ্লুকোজ মেশিন। ক্যান্সার সচেতনতায় র‌্যালি নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৪ অক্টোবর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্যোগে অক্টোবর মাসজুড়ে সারাবিশ্বে স্তন ক্যান্সার সচেতনতার ও প্রতিরোধের মাস উপলক্ষে র‌্যালি ও ফ্রি পরামর্শ সেবা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা কর্নগোফ এলাকায় ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে র‌্যালি ও ফ্রি পরামর্শ সেবা অনুুষ্ঠিত হয়। এ পরামর্শ সেবায় বলা হয় সারাবিশ্বে অক্টোবর মাসজুড়ে স্তন ক্যান্সার সচেতনতার ও প্রতিরোধের মাস পালন করা হয়।
×