ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকারে রদবদল না করলে স্বামীকে সমর্থন দেবেন না নাইজিরিয়ার ফার্স্টলেডি

প্রকাশিত: ০৬:১৪, ১৫ অক্টোবর ২০১৬

সরকারে রদবদল না করলে স্বামীকে সমর্থন দেবেন না নাইজিরিয়ার ফার্স্টলেডি

নাইজিরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারিকে সতর্ক করেছেন ফার্স্টলেডি আয়েশা বুহারি। তিনি প্রেসিডেন্টকে হুমকি দিয়ে বলেছেন, যদি সরকারে রদবদল করা না হয় তবে পরবর্তী নির্বাচনে তাকে সমর্থন করবেন না। খবর বিবিসির। আয়েশা বুহারি বলেন, প্রেসিডেন্ট যেসব শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন তাদের অধিকাংশকে নিজেই চেনেন না তিনি। তিনি বলেন, সরকার ছিনতাই হয়ে গেছে। প্রেসিডেন্টের দেয়া বিভিন্ন নিয়োগের পেছনে কিছু লোক কলকাঠি নাড়ে। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়ে গত বছর নির্বাচিত হন বুহারি। প্রেসিডেন্টের সিদ্ধান্তের ব্যাপারে যে অসন্তোষ রয়েছে, ফার্স্টলেডির বক্তব্যেই তারই আভাস পাওয়া যায়। আয়েশা বলেন, প্রেসিডেন্ট যাদের নিয়োগ দেন, তাদের ৫০ জনের মধ্যে ৪৫ জনকেই তিনি চেনেন না। আমিও তাদের চিনি না। অথচ ২৭ বছর ধরে আমি তার ঘর করছি। ২০১৯ সালের নির্বাচনে বুহারি অংশ নেবেন কি না, তা এখনও জানেন না ফার্স্টলেডি আয়েশা। তিনি বলেন, এ ব্যাপারে প্রেসিডেন্ট কিছু বলেননি। তবে স্ত্রী হিসেবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, বর্তমান ধারা ২০১৯ সাল পর্যন্ত চললে স্বামীর জন্য প্রচারে নামবেন না তিনি।
×