ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানুষ মানুষের জন্য

কিডনি রোগে আক্রান্ত দেলোয়ারকে বাঁচাতে সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৪৭, ১৪ অক্টোবর ২০১৬

 কিডনি রোগে আক্রান্ত দেলোয়ারকে বাঁচাতে সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ কিডনি রোগে আক্রান্ত অসহায় দেলোয়ার হোসেনের (৩০) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার রসুলবাগ মসজিদের পাশে কাঁচা তরকারির ব্যবসা করে কোন রকমে চলছিল তাঁর জীবিকা। কিন্তু ছয়মাস আগে হঠাৎ অসুস্থতা ধরা পড়ে। এরপর থমকে যায় তার স্বাভাবিক পথচলা। তরকারির ব্যবসায় আর চলে না। শরীরও ক্রমেই অবনতির দিকে। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যয়বহুল চিকিৎসা। ব্যবসা বন্ধ, শারীরিকভাবে অক্ষম। মাসছয়েক আগেও যিনি ছিলেন কর্মক্ষম তার হাতে এখন ভিক্ষার ঝুলি। জুমার দিন নগরীর বিভিন্ন মসজিদের সামনে তাকে দেখা যায় সাহায্যের জন্য হাতপাতা অবস্থায়। যেহেতু অনেকেরই চেনাজানা সেহেতু কেউ কেউ যৎসামান্য সহযোগিতাও করে থাকেন। এই সহায়তায় কোন রকমে পেট চললেও চিকিৎসা চলে না। উপায়ান্তর না থাকায় এখন দেশবাসীর কাছে হাত পেতেছেন দেলোয়ার হোসেন। দেলোয়ার জানান, এর আগে মাঝে কয়েক বছর সৌদি আরবেও থেকেছি। সেখান থেকে এসে কাঁচা তরকারির ব্যবসা ধরলাম। কারও কাছে হাত পাততে হবে তা কোনদিন কল্পনাও করিনি। কিন্তু যে ভিক্ষাবৃত্তিকে তীব্রভাবে অপছন্দ করি সেটি করেই এখন আমাকে চলতে হচ্ছে। আমি এখন কোন কাজ করতে পারি না, অন্যদের অনুগ্রহের পাত্র। দেলোয়ার হোসেনের বাড়ি বোয়ালখালী উপজেলার পোপাদিয়া গ্রামে। পারিবারিকভাবে খুবই অসচ্ছল অথচ তিনি ব্যয়বহুল চিকিৎসার কিডনি রোগে আক্রান্ত। চিকিৎসার ব্যয় বহনে তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সাহায্য চেয়েছেন। সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৮১৫৩৮৬৬৫৯ বা ০১৮৫১৯১৬৮৯৯ আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- শাহীন আক্তার, হিসাব নং-১৩৯৩৪, সোনালী ব্যাংক, বোয়ালখালী শাখা, চট্টগ্রাম। ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×