ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

অভিমানে অবসর পিকের!

প্রকাশিত: ০৪:২৮, ১১ অক্টোবর ২০১৬

অভিমানে অবসর পিকের!

স্পোর্টস রিপোর্টার ॥ স্পেন সমর্থকদের সমালোচনায় ত্যক্ত-বিরক্ত হয়ে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির তারকা ডিফেন্ডার জেরার্ড পিকে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর জাতীয় দলকে গুডবাই জানাবেন বলে জানিয়েছেন বার্সিলোনার এই তারকা। রবিবার রাতে আলবেনিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আলোচনার কেন্দ্রে আসেন পিকে। নিজের জার্সির হাতা থেকে স্পেনের হলুদ-লাল পতাকাকে উঠে ফেলেছিলেন এই সেন্টারব্যাক। এর আগে রিয়াল মাদ্রিদ ক্লাব ও ফুটবলার নিয়ে প্রকাশ্যে কয়েকবার নেতিবাচক মন্তব্য করে স্পেন সমর্থকদের চক্ষুশূল হন পিকে। তাছাড়া স্পেন থেকে কাতালনিয়ার স্বাধীনতা অর্জনে গণভোটের আগেও জনমত গঠনে ভূমিকা রেখেছিলেন ২৯ বছর বয়সী ফুটবলার। এজন্য অনেক গঞ্জনা সহ্য করতে হয় তাকে। কিন্তু অনাহূত ওই সমালোচনা আর সহ্য করতে পারছেন না পিকে। তাই আলবেনিয়া ম্যাচ শেষে পিকে বলেন, সত্যি কথা বলতে বিষয়টা (সমালোচনা) নিয়ে আমি বিরক্ত। তাই রাশিয়া বিশ্বকাপ শেষে জাতীয় দল থেকে অবসর নিয়ে শান্তিতে দিন কাটাতে চাই। জার্সির হাতা ছেঁড়া নিয়ে তিনি বলেন, আমার জার্সির হাতা খুব সংকীর্ণ ছিল বলে আমি তা ছিঁড়েছিলাম, অথচ তারা আমাকে এটা নিয়েই সমালোচনার বাণে বিদ্ধ করছে। পিকে বলেন, এটা আবেগের বশে হঠাৎ করে নেয়া কোন সিদ্ধান্ত নয়। এটা নিয়ে আমি অনেকে ভেবেছি। আমি স্পেনের পক্ষে সব সময়ই সর্বোচ্চটা দিয়েছি। তবে আমি স্পেনের ১০০তম ম্যাচটি খেলতে চাই। খেলতে চাই আগামী বিশ্বকাপ। বিশ্বকাপের পর আমি নিজেই জাতীয় দল থেকে সরে দাঁড়াব। তিনি আরও বলেন, আমি স্পেনকে ভালবাসি। এসব সমালোচনা বাজে লোকেদের কাজ। আমি স্পেন জাতীয় দলের জন্য গর্বিত। এই পরিবারটিকে আমি ভালবাসি। জাতীয় সঙ্গীতকে আমি কখনই অসম্মান করিনি। তেমনি এই দেশ আর এই ফুটবল দলকেও আমি কখনও অসম্মান করার চেষ্টা করিনি। জাতীয় দলের জার্সিকেও অসম্মান করার কোন চিন্তাই আমার মাথায় নেই। আমি শুধু নিজের আরামের জন্যই জার্সির হাতা কেটেছি। স্পেনের হয়ে ৮৬ ম্যাচ খেলা পিকে জাতীয় দলের হয়ে ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ ইউরো জেতেন।
×