ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মীর শহিদের চতুর্থ এ্যালবাম ‘ভালবাসি তোমায়’

প্রকাশিত: ০৬:৪৩, ১০ অক্টোবর ২০১৬

মীর শহিদের চতুর্থ এ্যালবাম ‘ভালবাসি তোমায়’

স্টাফ রিপোর্টার ॥ সময়ে প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী মীর শহিদ। ইতোমধ্যে শিল্পী তিন তিনটি একক এ্যালবাম রিলিজ হয়েছে তার। এ্যালবামের গানগুলোর বেশিরভাগই শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় খুব শীঘ্রই বাজারে আসছে তার চতুর্থ একক এ্যালবাম ‘ভালবাসি তোমায়’। বর্তমানে এ্যালবামের কাজ প্রায় শেষ পর্যায়ে। এই এ্যালবামে ‘মা’ শিরোনামে একটি গানসহ রোমান্টিক ও মেলোডি ধাঁচের মোট আটটি গান থাকছে। এর মধ্যে ৭টি গান লিখেছেন গীতিকার আলমগীর লাভলু। একটি গান লিখেছেন তরুণ প্রতিভাবান গীতিকার এন আই বুলবুল। এ্যালবামের গানগুলোর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নবীন সঙ্গীত পরিচালক আলাউদ্দিন হক। এ প্রসঙ্গে শিল্পী মীর শহিদ বলেন, আমার গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদি থানায়। ছোট বেলা থেকেই ঢাকায় বড় হয়ে ওঠা। গানের ভুবনে আসার পিছনে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। গানের হাতেখড়ি হয়েছে সিলেটের ওস্তাদ চিত্তরঞ্জন দেবের কাছে। দীর্ঘদিন তার কাছে তালিম নেয়ার পর ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কাছে তালিম নিয়েছি। এরপর সার্বিক সহযোগিতায় পেয়েছি অর্জুন কুমার বিশ্বাসের কাছে। খুব শীঘ্রই আমার ‘ভালবাসি তোমায়’ নামের নতুন আরেকটি এ্যালবাম বাজারে আসছে। আশা করছি এ্যালবামের গানগুলোও শ্রোতাদের ভাল লাগবে। প্রসঙ্গত শিল্পী মীর শহিদের প্রকাশিত অন্য তিননটি একক এ্যালবাম হলো-‘অমাবশ্যার চাঁদ’, ‘তুমিও কাঁদবে পাষানি’ এবং ‘স্বপ্ন দেখাও বন্ধু’ প্রভৃতি। এ্যালবামগুলো দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান সুরঞ্জলী এবং সঙ্গীতার ব্যানারে বাজারে এসেছে।
×