ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে মহড়া স্থগিত ফিলিপিন্সের

প্রকাশিত: ০৫:৫৬, ৯ অক্টোবর ২০১৬

দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে মহড়া স্থগিত ফিলিপিন্সের

ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেনজানা শুক্রবার জানিয়েছেন, তিনি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোন ধরনের যৌথ টহলে অংশগ্রহণ স্থগিত করেছেন। এটি প্রেসিডেন্ট রডরিগো দুতের্তে নির্বাচিত হওয়ার পর সামরিক জোটে ফাটল ধরার স্পষ্ট লক্ষণ। খবর ওয়াল স্ট্রিট জার্নালের। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, প্রেসিডেন্টের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে সন্ত্রাস দমনে সহযোগিতা প্রদানকারী মার্কিন সৈন্যদের সেখান থেকে চলে যাওয়ারও আহ্বান জানাবেন। তবে তিনি বলেন, ফিলিপিন্সের সামরিক বাহিনী নিজেরা এ ধরনের অভিযান পরিচালনা করার মতো ক্ষমতা অর্জন করার পরই এ আহ্বান জানানো হবে। সেজন্য কয়েক বছর লাগতে পারে। দুতের্তে ৩০ জুন দায়িত্ব নেয়ার পর অপ্রস্তুত মন্তব্য করে মার্কিন কর্মকর্তা ও তার নিজস্ব সামরিক বাহিনীকে হতবাক করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক থেকে দূরে সরে আসাই তার লক্ষ্য এবং চীন ও রাশিয়ার সঙ্গে নয়া জোট গড়ার মাধ্যমে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির জন্য আরও স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করবেন। মরক্কোর পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের জয় মরক্কোর পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন জাস্টিস এ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজেডি) জয় পেয়েছে। ৯০ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে কট্টর ইসলামপন্থী পিজেডি ৯৯টি আসন পেয়েছে। অন্যদিকে দলটির প্রতিদ্বন্দ্বী অথেনটিসিটি এ্যান্ড মডার্নিটি পার্টি ৮০ আসন পেয়েছে। এর আগে পিজেডি জানিয়েছিল, দ্বিতীয় মেয়াদে তারা ক্ষমতায় এলে দেশের অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের ওপর বেশি গুরুত্ব দেবে। ২০১১ সালে সাংবিধানিক সংস্কারের পর এটি ছিল মরক্কোয় দ্বিতীয় নির্বাচন। -এএফপি
×