ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নোবেল শান্তি পুরস্কার পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট সান্তোস

প্রকাশিত: ০৬:১২, ৮ অক্টোবর ২০১৬

নোবেল শান্তি পুরস্কার পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট  সান্তোস

জনকণ্ঠ ডেস্ক ॥ এ বছর নোবেল শান্তি পুরস্কার পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। পাঁচ দশকের রক্তক্ষয়ী সংঘাত অবসানে ফার্ক গেরিলাদের সঙ্গে কলম্বিয়া সরকারের স্বাক্ষরিত ‘ঐতিহাসিক’ শান্তিচুক্তি গণভোটে প্রত্যাখ্যাত হলেও শান্তি প্রতিষ্ঠার চেষ্টার স্বীকৃতি হিসেবে নোবেল পান সান্তোস। নরওয়ের নোবেল কমিটি শুক্রবার এক সংবাদ সম্মেলনে চলতি বছরের পুরস্কার ঘোষণা করে। খবর বিবিসি অনলাইনের। চার বছরের আলোচনার পর গত ২৩ সেপ্টেম্বর দ্য রেভোলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) নেতা টিমোশেনকো ও কলম্বিয়ার মধ্য-ডানপন্থী সরকারের প্রধান হুয়ান ম্যানুয়েল সান্তোস ওই চুক্তিতে স্বাক্ষর করেন। পুরস্কারের অর্থ পুরস্কার হিসেবে একটি সোনার মেডেল ও ৮০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন তিনি। আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে সান্তোসের হাতে তুলে দেয়া হবে এ পুরস্কার। খবরে বলা হয়েছে, কলম্বিয়ার পাঁচ দশকের এই সংঘাতে অন্তত ২ লাখ ৬০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। একই সময়ে বাস্তুচ্যুত হয়েছে ৬০ লাখের বেশি মানুষ। এ বছর ৩৭৬ প্রার্থীর মধ্য থেকে হুয়ান ম্যানুয়েল সান্তোসকে বেছে নিয়েছে নোবেল কমিটি। নরওয়ের নোবেল কমিটির প্রধান কাচি কুলমান ফাইভ বলেছেন, সান্তোসের প্রচেষ্টায় কলম্বিয়ায় ৫০ বছরের বেশি সময় ধরে চলা সংঘর্ষের অবসান হয়েছে। একই সঙ্গে নোবেল কমিটি কলম্বিয়ায় এই সংঘর্ষে যারা নিহত হয়েছে তাদের প্রতি সম্মান প্রদর্শন করছে। হুয়ান ম্যানুয়েল সান্তোস এবারের নোবেল শান্তি পুরস্কার পেলেও তার কোন আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
×