ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কাবাডি বিশ্বকাপ

প্রকাশিত: ০৫:০৪, ৮ অক্টোবর ২০১৬

কাবাডি বিশ্বকাপ

আজ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার শুরু হয়েছে ১২ জাতি কাবাডি বিশ্বকাপ। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টে দলের সংখ্যা ১২টি। শেষ মুহূর্তে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনাকে কেন্দ্র করে ২০১০ ও ২০১২ সালের রানার্সআপ পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছে। দলগুলো দুটি গ্রুপে খেলছে। ‘এ’ গ্রুপে আছে ভারত, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ‘বি’ গ্রুপে আছে যুক্তরাষ্ট্র, ইরান, থাইল্যান্ড, পোল্যান্ড, জাপান ও কেনিয়া। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে খেলা হবে গ্রুপে, এরপর শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। ২০১০ সালে বিশ্বকাপ শুরু হওয়ার পর তিনবারই ভারত কাবাডিতে বিশ্বকাপের শিরোপা জিতেছে। বাংলাদেশ ইতিমধ্যে তিনটি প্রস্ততি ম্যাচ খেলেছে এবং সবগুলো জিতেছে। নয়ামাটি এসসি চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ প্রতিবাদ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নয়ামাটি এসসি। শুক্রবার নারায়ণগঞ্জের আলীগঞ্জ মাঠে বিকেলে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-১ গোলে হারায় স্বাগতিক আলীগঞ্জ ক্লাবকে। বিজয়ী দলের ড্যানিয়েল ও স্টিভ এবং বিজিত দলের জনডিক একটি করে গোল করেন। ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি কাউছার আহম্মেদ পলাশ। আরও উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদ আবু নাঈম সোহাগ এবং বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি প্রমুখ। ওয়ানডেতে ফিরলেন রায়না স্পোর্টস রিপোর্টার ॥ এক বছর পর ভারতের ওয়ানডে দলে ফিরলেন মিডলঅর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না। ঘরের মটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে তিন তারকা রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামিকে। গত বছর অক্টোবরে মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ মাঠে নেমেছিলেন রায়না। এরপর আর ওয়ানডে খেলা হয়নি। এবার ফিরলেন। পাঁচ ম্যাচের সিরিজের (১৬ থেকে ২৬ অক্টোবর) প্রথম তিন ওয়ানডের জন্য দল ঘোষণা করা হয়েছে। এমএসকে প্রসাদের নেতৃত্বে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন নির্বাচক কমিটি হওয়ার পর এটিই প্রথম দল। অশ্বিন, জাদেজা, শামির বিশ্রামে রায়নার পাশাপাশি জায়গা হয়েছে মাণিশ পা-ে, জয়ন্ত যাদব আর কেদার যাদবের।
×