ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১২, ৮ অক্টোবর ২০১৬

টুকরো খবর

খাদিজাকে হামলার শাস্তির দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাকারী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে নগরীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আয়োজনে সদর রোডের বিবির পুকুর পাড়ে এ কর্মসূচী পালিত হয়। অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি শন্তু মিত্র। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাগর, পাঠাগার বিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম, আলআমিন প্রমুখ। ভুয়া নারী পুলিশ গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৭ অক্টোবর ॥ কলাপাড়ায় পুলিশ পরিচয় দেয়া রুবিনা বেগমকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে রুবিনাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। পৌরশহরের এতিমখানা মহল্লার রফিকুল ইসলাম মিয়ার বাড়ি থেকে রুবিনাকে পুলিশ গ্রেফতার করে। রফিকুল ইসলাম জানান, রুবিনা ৩০ সেপ্টেম্বর তার ঘরটি ভাড়া নেয়। তখন সে পুলিশে চাকরি করেন বলে পরিচয় দেয়। তার আচরণে সন্দেহ হয় বাড়ির মালিকের। তিনি থানায় অভিযোগ দিলে বিষয়টি বেরিয়ে আসে। কলাপাড়া থানার ওসি জিএম শাহ নেওয়াজ জানান, ওই নারী ভুয়া পুলিশ পরিচয় দিয়ে রফিকুল ইসলাম মিয়ার বাসা ভাড়া নেয়। সে বাসা থেকে বিকেলে চলে যায়, আসে পরদিন সকালে। অসামাজিক কর্মকা-ের সঙ্গে যুক্ত থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। রুবিনা বেগমের বাড়ি কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে। তার স্বামীর নাম মামুন (শিহাব) এবং পিতা মৃতু মকবুল মৃধা। বাঁশখালীতে সংঘর্ষ মুক্তিযোদ্ধাসহ আহত ৭ নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ৭ অক্টোবর ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মাটি কাটার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনায় পুকুরিয়া ইউপি সদস্য মুক্তিযোদ্ধা আজিমুল ইসলাম ভেদু ও তার ছেলে শাহিনসহ কমপক্ষে সাতজন আহত হয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত মুক্তিযোদ্ধা ভেদুকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদের বাঁশখালী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রাইভেটকারে আগুন ॥ যানজট নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ৭ অক্টোম্বর ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু- অংশে হঠাৎ একটি প্রাইভেটকারে আগুন ধরে যায়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে দূর-দূরান্তের যাত্রীদের চরম দূর্ভোগে পড়তে দেখা যায়। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার কুমিরা বাইপাসের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার দুপুরের দিকে চট্টগ্রামুখী একটি প্রাইভেটকারে হঠাৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু-ের কুমিরা বাইপাস অংশে আগুন ধরে যায়। এ সময় প্রাইভেটকারে থাকা যাত্রীরা কোন রকম হতাহত ছাড়া দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে। পরে স্থানীয় লোকজন বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে পার্শ্ববর্তী কুমিরা ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে দূর-দূরান্তের যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে দেখা যায়। পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কলেজপাড়া গ্রামে পানিতে পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে কলেজপাড়া গ্রামের গোলাপ উদ্দিনের মেয়ে পাখি (৩) ও সফিকুল ইসলামের মেয়ে রাখি (৩) বাড়ির পাশে খেলতে যায়। সন্ধ্যার পরও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খুঁজতে থাকে। পরে রাত ৯টার দিকে বাড়ির পার্শ¦বর্তী পুকুর থেকে পাখি ও রাখিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পাখি ও রাখি সম্পর্কে চাচাত বোন। মন্দিরে ১৪৪ ধারা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৭ অক্টোবর ॥ মন্দিরের জমি নিয়ে বিরোধ থাকায় এবং উত্তেজনা বিরাজ করায় সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শ্রীশ্রী রশিক লাল জিউ মন্দিরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারির আদেশ দেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম। শুক্রবার সকাল থেকে জেলা তথ্য অফিস এলাকায় মাইকিং করে ১৪৪ ধারা জারির আদেশ প্রচার করে। স্থানীয়রা জানান, শ্রীশ্রী রশিক লাল জিউ মন্দিরের জমির ভোগদখলকে কেন্দ্র করে সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর এ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সংঘর্ষ হয়। এ সময় ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু নামে একজন নিহত হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়। তারপর থেকে ওই মন্দিরে পূজার সময় সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। বাল্যবিয়ের দায়ে কাজী ও বরের জেল নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৭ অক্টোবর ॥ পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ে দেয়ার আপরাধে পীরগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের কাজী হাফেজ আব্দুল জলিলকে ১০ দিন (অসুস্থতার কারণে) এবং সহকারী কাজী আজগর আলীসহ বর, বরের দুলাভাই এবং কনের মামাকে ১ মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার মোর্শেদ এ আদেশ দেন। যৌতুকবিহীন বিয়ে নিজস্ব সংবাদদাতা, সাভার, ৭ অক্টোবর ॥ সাভারে বেদে সম্পদায়ের নিতান্তই দরিদ্র ৩ পোশাক শ্রমিকের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমানের উদ্যোগে ও সাভারের পোড়াবাড়িস্থ ‘উত্তরণ ফ্যাশন’ এর আয়োজনে পোড়াবাড়ি ঈদগা মাঠে এ বিয়ের আয়োজন করা হয়। বর ও কনের সকলের বাড়িই পোড়াবাড়ি এলাকায়। এর মধ্যে মাছেনার সঙ্গে সাপুড়ে কাওসার, লিমার সঙ্গে গাড়িচালক সাদ্দাম হোসেন ও মজিরনের (১৮) সঙ্গে মুদি ব্যবসায়ী সাদ্দাম মিয়ার বিয়ে অনুষ্ঠিত হয়। রাজশাহীতে আটক ২১ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীতে অভিযান চালিয়ে এক শিবিরকর্মীসহ ৪১ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নগরীর ৪টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এর মধ্যে বোয়ালিয়া মডেল থানায় ১০ জন, রাজপাড়ায় ১৩ জন, মতিহারে ৯ জন, শাহমখদুম থানায় ৫ জন ও ডিবি পুলিশ ৪ জনকে আটক করে। এদের মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন শিবিরকর্মী, ৯ জন মাদক বিক্রেতা ও ১২ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। প্রকৃতির সঙ্গে ঐতিহ্য স্থাপনের উদ্বোধন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ শিক্ষার সঙ্গে প্রয়োজন প্রকৃতি, ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য। আর তাই সব কিছু গড়তে তোলা হয়েছে সৈয়দপুর শহরের বাঁশবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের ছাদে গড়ে তোলা প্রকৃতির বাগান, পতাকা স্তম্ভ, শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে এই বিদ্যালয়ে। শুক্রবার সকালে বিদ্যালয় চত্বরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. আবু হেনা মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদফতর রংপুর বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক খোরশেদুল আলম চৌধুরী প্রমুখ। মাদকবিরোধী সমাবেশ নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৭ অক্টোবর ॥ ‘এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’ সেøাগানকে সামনে রেখে কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বিকেলে দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয় প্রাঙ্গণে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা নেয়ামত উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আবুল হোসেন রতন। সমাবেশে বক্তব্য দেনÑ দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক কাজী সুলতান মাহমুদ, আব্দুল হক, ফজলুর রহমান, আনোয়ার হোসেন প্রমুখ।
×