ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরী মিমমাহর চিকিৎসায় সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৪৫, ৬ অক্টোবর ২০১৬

কিশোরী মিমমাহর চিকিৎসায় সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ অসহায় কিশোরী মিমমাহর (১৬) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। জ্বর ও খিঁচুনিতে আক্রান্ত হওয়ার পর হঠাৎ করেই তার বাম পা দু’ফুট খাটো হয়ে যায়। টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারেনি। অনেক চেষ্টা করে তাকে ভর্তি করা হয় রাজধানীর পঙ্গু হাসপাতালে। জরুরী ভিত্তিতে অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য লাগবে মোট ১ লাখ ৮০ হাজার টাকা। বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা পাওয়া গেছে ৭০ হাজার টাকা। বাকি টাকা যোগাড় না হওয়ায় থমকে গেছে চিকিৎসা। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের ধলেশ্বর গ্রামে তাদের বাড়ি। মিমমাহর পিতা আব্দুল গফুর এলাকার একটি মসজিদে ইমামতি করেন। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। এমতাবস্থায়, মিমমাহর চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে- ০১৫৫৬২৮৬৫৬০ ও ০১৭৮২৩০৪২৪৩। ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×