ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীর বিশাল জয়, ফলোঅনে মেট্রো

প্রকাশিত: ০৬:২৮, ৫ অক্টোবর ২০১৬

রাজশাহীর বিশাল জয়, ফলোঅনে মেট্রো

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনেও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বৃষ্টির কারণে খেলা হয়নি খুলনা ও ঢাকা বিভাগের ম্যাচ। তবে প্রথম স্তরের অপর ম্যাচে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ফলোঅনে পড়ে এখনও ৪১ রানে পিছিয়ে আছে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ঢাকা মেট্রোপলিস। বল হাতে ৪ উইকেট শিকার করলেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মোহাম্মদ আশরাফুল, মাত্র ২৬ রান করেই বিদায় নেন তিনি। দ্বিতীয় স্তরে, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তৃতীয় দিনেই চট্টগ্রাম বিভাগের বিরুদ্ধে ইনিংস ও ২৪২ রানের বিশাল জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। অপর ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শেষদিনে রংপুর বিভাগের বিরুদ্ধে জয়ের জন্য মাত্র ৭৫ রান প্রয়োজন সিলেটের, হাতে আছে তিন উইকেট। তাই জিততে পারে যে কেউ। প্রথম স্তর, ব্যাট হাতে ব্যর্থ আশরাফুল ॥ ব্যাট হাতে সুবিধা করতে পারলেন না আশরাফুল। ছয় নম্বরে নেমে মাত্র ২৬ রানেই সাজঘরে ফিরেছেন। ফলে ৩ উইকেটে ১৪৫ রান নিয়ে খেলতে নেমে মেট্রোর প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৪৫ রানে। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনশেষে সাদমান ইসলামের অপরাজিত অর্ধশতকে ১ উইকেটে ১৩৩ রান তুলেছে মেট্রো। এখনও তারা পিছিয়ে ৪১ রানে। বরিশাল প্রথম ইনিংসে ৪১৯ রান করেছিল। দ্বিতীয় স্তর, ইনিংস পরাজয় চট্টগ্রামের, শুভর ৬ উইকেট ॥ চলমান এনসিএলের প্রথম জয় তুলে নিয়েছে রাজশাহী। দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনেই তারা ইনিংস ও ২৪২ রানের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে চট্টগ্রামকে। আগের দিনের ৫ উইকেটে ৪৮২ রান নিয়ে নেমে রাজশাহীর প্রথম ইনিংস শেষ হয় ৫৫৮ রানে। হামিদুল ২০৩ বলে ১০ চারে ৯২ এবং মুক্তার আলী ৭৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬০ রান করেন। ৪ উইকেট নেন আরিফ আহমেদ। জবাবে দ্বিতীয় ইনিংসে ইয়াসির আলীর ১৩৩ বলে ৯ চারে করা অপরাজিত ৭৮ রানের পরও ১৭৫ রানে থমকে যায় চট্টগ্রাম। তিনটি করে উইকেট নেন হাবিবুর রহমান, মামুন হোসেন ও মুক্তার আলী। অপর ম্যাচে ছিল বোলারদের দাপট। আগের দিনের ৬ উইকেটে ২১৪ রান নিয়ে খেলতে নেমে সিলেটের প্রথম ইনিংস শেষ হয় ২৪৭ রানে। জবাবে দ্বিতীয় ইনিংসে রংপুর গুটিয়ে যায় মাত্র ১৮৩। শাহানুর রহমান নেন ৪ উইকেট। দিনশেষে ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৭৯ রান তুলে পরাজয়ের মুখে সিলেট। বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ ভয়ানক বোলিং করে ৬ উইকেট শিকার করেছেন। আজ শেষদিনে সিলেটের জিততে দরকার আরও ৭৫ রান।
×