ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়ানোর মিশন শুরু কুকের

প্রকাশিত: ০৬:২৪, ৫ অক্টোবর ২০১৬

কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়ানোর মিশন শুরু কুকের

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডের নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান ছাড়াও অপরিহার্য দুই ক্রিকেটার জো রুট ও এ্যালেক্স হেলস আসেননি বাংলাদেশ সফরে। পরিবর্তে নেতৃত্ব দেবেন জস বাটলার। তবে টেস্ট অধিনায়ক এ্যালিস্টার কুক বাংলাদেশ সফরেও নেতৃত্ব দেবেন। ওয়ানডে স্কোয়াডের ৮ ক্রিকেটার টেস্ট দলেও আছেন। টেস্ট স্কোয়াডে থাকা বাকিরা ৯ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে শেষে বাংলাদেশে আসবেন। কিন্তু সবার আগে সোমবার সন্ধ্যায় আসলেন টেস্ট অধিনায়ক কুক। কারণ টেস্ট সিরিজের আগে দুটি দু’দিনের ম্যাচে থাকতে পারবেন না তিনি। সন্তান সম্ভবা স্ত্রীকে সঙ্গ দেয়ার জন্য থাকতে হবে ইংল্যান্ডেই। তাই আগেভাগেই বাংলাদেশে এসে ওয়ানডে দলের সঙ্গে অনুশীলন করে কিছুটা বুঝে ওঠার সুযোগ করে নেয়া। সেটা বোঝা গেল ইংলিশ ওয়ানডে দল যখন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত, তিনি তখন সীমানা দড়ির বাইরে নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন। যেদিন টেস্ট দলের বাকিরা অস্ট্রেলিয়া থেকে রওনা হবেন ৯ অক্টোবর। তারা পৌঁছানোর আগেই আবার দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে কুকের। সর্বশেষবার পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ২০১০ সালের মার্চে বাংলাদেশে এসেছিলেন কুক। অধিনায়ক হিসেবে সেটা ছিল তার প্রথম মিশন। ৬ বছর পেরিয়ে এবার তিনি সবচেয়ে অভিজ্ঞতম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ সফর করবেন। কারণ ওই সফরটিতে যে দল ছিল সেবারের টেস্ট দলের স্টিভেন ফিন ও স্টুয়ার্ট ব্রড ছাড়া আর কোন সঙ্গী নেই। তবে সেবার ওয়ানডে দলে ছিলেন অলরাউন্ডার গ্যারেথ ব্যাটি। এবার উল্টোটা ঘটেছে ব্যাটির ক্ষেত্রে, তিনি ওয়ানডের পরিবর্তে টেস্ট দলে কুকের সঙ্গী হয়েছেন। বেশ কয়েকজনের ২০১৪ টি২০ বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশে আসা হলেও অনেকেরই এটাই প্রথম বাংলাদেশ সফর। সে কারণে অভিজ্ঞ কুকের সর্বোচ্চ সময় দলের সঙ্গে থাকা বেশ জরুরী। কিন্তু সেটা তিনি এবারের সফরে পারবেন না। বিশেষ করে টেস্ট দলের বাকি ৮ ক্রিকেটার যখন আসবেন এর আগেই আবার ইংল্যান্ডে ফিরতে হবে তাকে। কারণ ১০ অক্টোবর থেকে পরবর্তী ৭ দিনের মধ্যে যে কোন সময় দ্বিতীয় সন্তানের বাবা হবেন তিনি। সে কারণে ১৪ ও ১৬ তারিখে শুরু হওয়া দু’টি দু’দিনের প্রস্তুতি ম্যাচও খেলতে পারবেন না তিনি। তাই আগেভাগেই বাংলাদেশের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কুক সোমবারই বাংলাদেশে আসলেন। কয়েকদিন অনুশীলন করে আবার দেশে ফিরে যাবেন, এ কয়েকদিনের মধ্যে তিনি ওয়ানডে দলের সঙ্গে অনুশীলন করার পাশাপাশি দুটি ম্যাচও দেখার সুযোগ পাবেন। টেস্ট সিরিজে সেটা প্রতিপক্ষের বিরুদ্ধে নেতৃত্ব দেয়ার সময় বেশ কার্যকরীই হবে। সময় নষ্ট না করে মঙ্গলবারই তিনি নেমে পড়েছেন অনুশীলনে। ইংলিশ ওয়ানডে দলের ক্রিকেটাররা যখন বিসিবির কিরুদ্ধে ফতুল্লায় একদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে, তখন মাঠের সীমানা দড়ির বাইরের নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করে ঘাম ঝরিয়েছেন। ঝালিয়ে নিয়েছেন নিজেকে।
×