ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

প্রকাশিত: ০৪:০৭, ৫ অক্টোবর ২০১৬

জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া মঙ্গলবার থেকে শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম একটি নতুন অনলাইন আবেদন প্রক্রিয়া উদ্বোধন করেন। আবেদন প্রক্রিয়া আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। এবারের ভর্তি পরীক্ষায় এ, বি, সি, ডি ও ই ইউনিটের আবেদন ফরমের মূল্য ৫৫০ টাকা এবং এফ, জি, ও এইচ ইউনিটের আবেদন ফরমের মূল্য ৩৫০ টাকা। এ বছর ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। ভর্তির আবেদন (লঁ-ধফসরংংরড়হ.ড়ৎম) এই ওয়েবসাইট ব্যবহার করে তিনটি ধাপে সম্পূর্ণ করতে হবে। ভর্তি পরীক্ষার ফল এবং মেধাক্রমও এই সাইট থেকেই জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও (িি.িলঁহরা.বফঁ) ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য জানা যাবে। ওয়ার্ল্ড ভার্সিটিতে আন্তঃক্রীড়া সপ্তাহ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্পোর্টস ক্লাবের উদ্যোগে ‘আন্তঃক্রীড়া সপ্তাহ ঃ সেপ্টেম্বর ২৩-২৯, ২০১৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ ভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোর্শেদা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলাম। ৭ দিনব্যাপী এই আন্তঃক্রীড়ার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিলিয়ার্ড, দাবা, ক্যারম, ডার্ট কোর্ট, টেবিল টেনিস, সাইবার গেইমসসহ সর্বমোট ২১টি ইভেন্টস। -বিজ্ঞপ্তি ৭১ ফুট দুর্গা প্রতিমা নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৪ অক্টোবর ॥ চৌমুহনীতে দুর্গোৎসবের এবারের আকর্ষণ ৭১ ফুটের দুর্গা প্রতিমা। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিকে অম্লান করতেই ৭১ ফুটের দুর্গা প্রতিমার আয়োজন। ২০১৫ সালে কলিকাতার দেশপ্রিয় পার্কে এশিয়ার বৃহত্তম দুর্গা প্রতিমা গড়া হয়েছিল ৮৮ ফুটের। প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে বিজয়ার এবারের আয়োজন এশিয়ার ২য় বৃহত্তম দুর্গা প্রতিমা ইতোমধ্যে আলোড়ন তুলেছে। দৃষ্টিনন্দন অনন্য এই প্রতিমা দেখার জন্য দেশের নানা প্রান্ত থেকে ভক্তবৃন্দ খোঁজখবর নিতে শুরু করেছে। শরীয়তপুর নিবাসী মৃৎশিল্পী অমল কৃষ্ণ পাল ও তার ১২ সহযোগী প্রায় ৩ মাসের অক্লান্ত পরিশ্রমে এই বৃহৎ প্রতিমা তৈরি করেছে। শিক্ষা বৃত্তি প্রদান পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ মেধাবী, অসচ্ছল ও অনগ্রসর ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। মঙ্গলবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার ৪২৭ জন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তির টাকা তুলে দেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় বৃত্তি প্রদান অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত ভাইস-চেয়ারম্যান শাহীনুল ইসলাম ও উপ-সচিব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
×