ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৯৯৫ সালের আয়কর বিবরণীতে ৯১ কোটি ৬০ লাখ ডলার লোকসান দেখানো হয়

কয়েক দশক কর অব্যাহতি পেয়েছেন ট্রাম্প

প্রকাশিত: ০৫:৪২, ৩ অক্টোবর ২০১৬

কয়েক দশক কর অব্যাহতি  পেয়েছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার ১৯৯৫ সালের আয়কর বিবরণীতে ৯১ কোটি ৬০ লাখ ডলার লোকসানের কথা উল্লেখ করেন যা তাকে আইনগতভাবে কয়েক দশকের জন্য কর অব্যাহতি দিয়েছে। নিউইয়র্ক টাইমস শনিবার রাতে এক প্রতিবেদনে এ কথা জানায়। খবর এএফপির। প্রতিবেদনে বলা হয়, স্পর্শকাতর এই ইস্যুটি গুরুত্বপূর্ণ। কারণ ট্রাম্প তার কর নথি প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীরা স্বচ্ছতার খাতিরে যথারীতি তাদের আয়কর নথি প্রকাশ করেন। ট্রাম্পের এতদিনকার অপ্রকাশিত ১৯৯৫ সালের কর নথিতে ‘বিস্ময়কর কর সুবিধা’ লক্ষ্য করা যায়। প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৯৫ পর পরবর্তী বছরগুলোতে ট্রাম্পের করযোগ্য আয় অজানা। ট্রাম্পের প্রচারশিবির একটি বিবৃতি দেয় যাতে ৯১ কোটি ৬০ লাখ ডলারের লোকসানের কথা উল্লেখ করা হয়নি। এতে বলা হয়, ট্রাম্প খুবই দক্ষ ব্যবসায়ী। আইনত প্রয়োজনের অতিরিক্ত কর পরিশোধ না করতে তার ব্যবসা, পরিবার ও তার কর্মচারীদের প্রতি তার রয়েছে বিশেষ দায়িত্ব। সুনির্দিষ্ট কিছু উল্লেখ না করে এতে আরও বলা হয়, ট্রাম্প সম্পদ কর, বিক্রয় ও শুল্ক কর, রিয়েল এস্টেট কর, নগর কর, অঙ্গরাজ্য কর ও ফেডারেল কর বাবদ শত শত কোটি ডলার পরিশোধ করেছেন। ট্রাম্প অন্য প্রেসিডেন্ট পদপ্রার্থীদের তুলনায় করবিধি সম্পর্কে সবচেয়ে বেশি জানেন এবং তিনি জানেন কিভাবে বিষয়টি সামলাতে হয়। ট্রাম্পের প্রচারশিবির টাইমসকে হিলারি ক্লিনটনের প্রচার শিবির, ডেমোক্র্যাটিক পার্টি ও তাদের বিশেষ বিশ্ব স্বার্থের অতিরিক্ত হাতিয়ার বলে অভিহিত করে। ইউনিভার্সিটি অব স্যান ডিয়াগো স্কুল অব ল’র ট্যাক্স প্রোগ্রামের ডিরেক্টর হাওয়ার্ড আব্রামস জানান, ট্রাম্প ব্যবসায় ক্ষতির বিষয়টি তুলে ধরেছিলেন বাড়তি কিছু লাভের আশায়। যদিও এ বিষয়ে কোন মন্তব্য করেননি ট্রাম্প। তবে নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদন প্রকাশ হওয়ার পর ট্রাম্পের প্রচারশিবির থেকে অভিযোগ জানানো হয়, প্রতিবেদনটি ট্রাম্পের অনুমতি ছাড়াই প্রকাশ করা হয়েছে।
×