ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ বিকেল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৫:৫৩, ২ অক্টোবর ২০১৬

আজ বিকেল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি ॥ যুক্তরাষ্ট্র ও কানাডা সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার বিকেল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফর নিয়ে এই সংবাদ সম্মেলন হবে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজকের সংবাদ সম্মেলনের বিষয়টি জনকণ্ঠকে নিশ্চিত করেন। কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলন এবং যুক্তরাষ্ট্রের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ঈদ-উল-আযহার পরদিন ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭ দিনের সফর শেষে শুক্রবার সন্ধ্যায় তিনি দেশে ফেরেন। এই সফরে ‘প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ এবং ‘এজেন্ট অব চেঞ্জ এ্যাওয়ার্ড’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য দেশে ফেরার পর শুক্রবার বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত দীর্ঘ পথে লাখো মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় স্নাত করেন। এর আগেও বিদেশ সফরের পর বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেছেন। সেখানে বিদেশ সফরের বাইরেও দেশের সবর্শেষ রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। জানা গেছে, আজকের সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডা সফর ছাড়াও দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ গত ২৬ আগস্ট সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, কানাডার পথে গত ১৪ সেপ্টেম্বর লন্ডনে একদিন অবস্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ট্রিলে ‘ফিফথ রিপ্লেসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ডে (জিএফ) যোগ দেন। ১৬ সেপ্টেম্বর মন্ট্রিয়ালের হায়াত রিজেন্সিতে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এরপর কানাডার নৈশভোজে যোগদান এবং সমাপনী অধিবেশনের পর দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। কানাডা সফর শেষে ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী। সেখানে জাতিসংঘের বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করেন। তিনি ২০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের সাধারণ আলোচনায় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আয়োজিত উদ্বাস্তু বিষয়ক একটি বৈঠকেও যোগ দেন শেখ হাসিনা। ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে সাধারণ আলোচনায় বক্তব্য রাখেন এবং পরে নিউইয়র্কে হোটেল গ্রান্ড হায়াতে প্রবাসী বাংলাদেশীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এরপর ওইদিনই ভার্জিনিয়ার উদ্দেশে নিউইয়র্ক ছাড়েন প্রধানমন্ত্রী। ২৬ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা থাকলেও পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটানোর জন্য ৩০ সেপ্টেম্বর দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
×