ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সব দলের পরামর্শ নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে: খন্দকার মাহবুব

প্রকাশিত: ০১:২১, ১ অক্টোবর ২০১৬

সব দলের পরামর্শ নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে: খন্দকার মাহবুব

স্টাফ রিপোর্টার ॥ সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, এ বিষয়ে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনা করতে রাষ্ট্রপতি উদ্যোগ নিতে পারেন। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইয়্যুথ ফোরাম নামক একটি সংগঠন আয়োজিত ‘নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া এবং গ্রহণযোগ্য নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খন্দকার মাহবুব বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে আলোচনা না করে সার্চ কমিটি গঠন করা হলে তা গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, এমন নির্বাচন কমিশন গঠন করতে হবে যারা স্বাধীনভাবে মাথা উচু করে নির্বাচন পরিচালনা করতে পারে। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের নামে তামাশা এদেশের মানুষ মেনে নেবে না। তাই ৫ জানুয়ারির মত আরেকটি নির্বাচন বাংলার মাটিতে হতে দেয়া হবে না। সেটা আপনারা করতে চাইলেও জনগণ তা রুখে দেবে। আয়োজক সংগঠনের উপদেষ্টা খালেদ সাইফুল্লাহর সভাপাতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রাহমাতুল্লাহ, সাবেক সাংসদ আহসান হাবীবি লিঙ্কন প্রমুখ।
×