ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিজার্ভ চুরি ॥ ফিলিপাইনের অভিযুক্ত ব্যাংক কর্মকর্তার সহযোগিতা চায় এফবিআই

প্রকাশিত: ০১:০১, ২৯ সেপ্টেম্বর ২০১৬

রিজার্ভ চুরি ॥ ফিলিপাইনের অভিযুক্ত ব্যাংক কর্মকর্তার সহযোগিতা চায় এফবিআই

অর্থনৈতিক রিপোর্টার ॥ নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্তে ফিলিপাইনের অভিযুক্ত ব্যাংক কর্মকর্তার সহযোগিতা চেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। ওই ব্যাংক কর্মকর্তার আইনজীবীর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাক করে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা ৯৫১ মিলিয়ন ডলার চুরির চেষ্টা করে। পরে বেশ কিছু পেমেন্ট অর্ডার বন্ধ করে দিয়ে বেশিরভাগ অর্থচুরি ঠেকানো গেলেও ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনে স্থানান্তরে সক্ষম হয় হ্যাকাররা। পরে ওই অর্থ ফিলিপাইনের রিজাল কমার্সিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) ব্যাংকের জুপিটার ব্রাঞ্চের চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। ব্যাংক থেকে চুরি যাওয়া অর্থ উঠানো এবং যেসব অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা হয়, তাতে অনিয়মের অভিযোগ উঠে জুপিটার ব্রাঞ্চের ব্যাংক ম্যানেজার মাইয়া সান্তোস দিগুইতোর বিরুদ্ধে। পরে তাকে চাকরিচ্যুত করে আরসিবিসি। ওই ব্যাংক ম্যানেজারের আইনজীবী ফার্দিনান্দ তোপাসিও রয়টার্স-কে জানিয়েছেন, এফবিআই তাদের তদন্তে দিগুইতোর সহযোগিতা চেয়েছে। তিনি এ সম্পর্কে যা জানেন, তা জানতে চেয়েছে এফবিআই। তোপাসিও রয়টার্স-কে একটি স্বাক্ষরবিহীন এ বিষয়ক একটি চুক্তিপত্রও দেখিয়েছেন। তোপাসিও-র মতে, মার্কিন গোয়েন্দারা আরসিবিসি-র দীর্ঘদিনের গ্রাহক ও ক্যাসিনো মালিক কিম অং সম্পর্কে বিস্তারিত তথ্য নিতে ওই ঘটনায় দিগুইতোর কি অবস্থান ছিল, তা জানতে চান।
×