ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাধ্যমিকে মানবণ্টন পরিবর্তন দাবি

প্রকাশিত: ০৫:২৫, ২৯ সেপ্টেম্বর ২০১৬

মাধ্যমিকে মানবণ্টন পরিবর্তন দাবি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৮ সেপ্টেম্বর ॥ মাধ্যমিক শ্রেণীর পরীক্ষার মান বণ্টন পরিবর্তনসহ ৬ দফা দাবিতে বুধবার ঠাকুরগাঁওয়ের ১৩ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় শহরে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। প্রায় ১ ঘণ্টা পর জেলা প্রশাসক আব্দুল আওয়াল সেখানে উপস্থিত হলে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করে। জেলা প্রশাসক তাদের দাবি পূরণে সহায়তার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। সরকারী বালক উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, রিভারভিউ উচ্চ বিদ্যালয়, সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়সহ কয়েক হাজার শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেয়।
×