ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিল্প খাতে খেলাপী ঋণ ২৫ হাজার কোটি টাকা

প্রকাশিত: ০০:৫৬, ২৬ সেপ্টেম্বর ২০১৬

শিল্প খাতে খেলাপী ঋণ ২৫ হাজার কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের শিল্প খাতে বিতরণ হওয়া ঋণের বড় অংশই খেলাপি হয়ে পড়েছে। গেল অর্থবছর শেষে এ খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপিঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ হাজার ৬৭ কোটি টাকা। যা এ খাতে বিতরণ হওয়া মোট ঋণের ৮ দশমিক ২৬ শতাংশ। ২০১৪-১৫ অর্থবছরে এ খাতে খেলাপিঋণ ছিল ১৮ হাজার ৯০১ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে এ খাতেই খেলাপিঋণ বেড়েছে ৬ হাজার ১৬৬ কোটি টাকা বা ৩২ দশমিক ৬২ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যায়, গেল অর্থবছরে এ খাতে খেলাপিঋণ বৃদ্ধিতে এগিয়ে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধিন ব্যাংকগুলো। এরপরই রয়েছে বেসরকারি খাতের ব্যাংকগুলো। এদিকে, গেল অর্থবছরে শিল্প খাতে সার্বিকভাবে ঋণ বিতরণ ও আদায় দুই বেড়েছে। একইসঙ্গে শিল্প স্থাপন ও সম্প্রসারণের জন্য মেয়াদীঋণও বেড়েছে।
×