ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ম্যাচ সেরা বাবাকে অব্রির আদর

প্রকাশিত: ১৯:২৯, ২৬ সেপ্টেম্বর ২০১৬

ম্যাচ সেরা বাবাকে অব্রির আদর

অনলাইন ডেস্ক ॥ ক’দিন আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে গিয়েছিল মেয়ে আলাইনা হাসান অব্রি। সাবেক তারকা ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান তারকা আর বোর্ড পরিচালকরাও সাকিব-কন্যাকে আদর করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। বাসায় বসে বাবাকে টেলিভিশনের পর্দায় দেখে আদর করে দেন ছোট্ট অব্রি। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দলকে জেতাতে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন সাকিব। আর ম্যাচ শেষে সেরা পারফর্মার হিসেবে ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হন তিনি। সেটি সাকিব-কন্যা তার মা উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বসে দেখছিলেন। এক পর্যায়ে পুরস্কার বিতরণীতে সাকিবকে ছোটো পর্দায় দেখালে টেলিভিশনের স্ক্রিনে অব্রি ছুঁয়ে দেখে তার বাবাকে। বিশেষ এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে ভুলেননি সাকিবের স্ত্রী শিশির। আইপিএল, সিপিএল, পিএসএলের মতো ফ্র্যাঞ্জাইজিভিত্তিক টি-টোয়েন্টির আসর নিয়ে বছরজুড়ে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বেড়ান সাকিব। অনেক সময় দেশের বাইরে ম্যাচ নিয়ে ব্যস্ত থাকায় যথা সময়ে যোগ দিতে পারেন না জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে। তবে ম্যাচের আগে ফিরে সব মানিয়ে নিয়ে নিয়মিত ঠিকই বাংলাদেশের হয়ে পারফর্ম করেন এ অলরাউন্ডার। এবারো প্রস্তুতি যখন শুরু হলো ক্যারিবিয়ান লিগ, সিপিএল নিয়ে সাকিব তখন ব্যস্ত। দেশে ফিরে ক্যাম্পে যোগ না দিয়ে ছুটি নিয়ে পরিবারকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন মালদ্বীপ। সেখান থেকে ফিরেই টাইগার স্কোয়াডের সঙ্গে কয়েকদিন অনুশীলন করে ম্যাচে নেমেই ম্যাচ সেরা হন সাকিব। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪০ বলে ৪৮ রানের নিখুঁত একটি ইনিংস খেলেন এ বাঁহাতি। পরে বল হাতে ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে নেন দু’টি উইকেট। এর মধ্যে রহমত শাহকে ফিরিয়ে ব্রেক থ্রু আনেন সাকিবই। রহমত শাহ ও হাসমতউল্লাহ শাহিদীর ১৪৪ রানে জুটি ভাঙার পরই থেমে যায় আফগান-হুমকি। শেষমেষ আফগানদের ২৫৮ রানে অলআউট করে ৭ রানের জয় তুলে নেয় সাকিবের ব্রেক থ্রুর কল্যাণেই। ক্রিকেট আর পারফর্ম না বুঝলেও ম্যাচ সেরা বাবাকে ছোটো হাতের পরশে আদর করতে ভুলেননি অব্রি।
×