ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টে ভিসা ছাড়াই রাশিয়ায়

প্রকাশিত: ০৬:০৭, ২৪ সেপ্টেম্বর ২০১৬

কূটনৈতিক ও  অফিসিয়াল পাসপোর্টে ভিসা ছাড়াই রাশিয়ায়

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই রাশিয়ায় ভ্রমণ করতে পারবেন। এই বিষয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এছাড়া আগামী বছরের জানুয়ারিতে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভকে ঢাকায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বৃহস্পতিবার দুই দেশের মধ্যে ‘এাগ্রিমেন্ট অন ভিসা-ফ্রি ভিজিট ফর পারসনস হোল্ডিং ডিপ্লোম্যাটিক এ্যান্ড অফিসিয়াল (সার্ভিস) পাসপোর্টস’- শীর্ষক এক চুক্তি হয়। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে সই করেন। বৈঠকে দুই মন্ত্রী দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন। ২০১৭ সালের শুরুর দিকে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের ঢাকা সফর নিয়েও তাদের মধ্যে কথা হয় বলে জানানো হয়েছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জাতিসংঘে গঠনমূলক ও ভারসাম্যপূর্ণ ভূমিকার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে আন্তঃদেশীয় সহযোগিতা, সমুদ্র বিষয়ক সহযোগিতা চুক্তি করা এবং ঢাকায় একটি প্রতিনিধিদল পাঠানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়। অন্যদিকে বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুত কেন্দ্র নির্মাণ প্রকল্পসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা দিয়ে যাওয়ায় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী রাশিয়াকে ধন্যবাদ জানান। এ সময় পররাষ্ট্র সচিব এম শহীদুল হকও বৈঠকে উপস্থিত ছিলেন।
×