ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইনজুরির সঙ্গে সখ্য মেসির

প্রকাশিত: ০৫:৩৬, ২৩ সেপ্টেম্বর ২০১৬

ইনজুরির সঙ্গে সখ্য মেসির

স্পোর্টস রিপোর্টার ॥ ঘাতক ইনজুরির সঙ্গে সখ্য বেড়েই চলেছে লিওনেল মেসির। সময়ের অন্যতম সেরা এই ফুটবলার সম্প্রতি কয়েক দফা ইনজুরি আক্রান্ত হয়ে মাঠের বাইরে গেছেন। কিছুদিন আগে চোট কাটিয়ে ফিরেছিলেন প্রিয় ময়দানী লড়াইয়ে। কিন্তু বুধবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে এ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ফের চোট পেয়েছেন রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের ফিফা সেরা ফুটবলার। শুধু তাই নয়, এই চোট মেসিকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে দিয়েছে। ন্যুক্যাম্পে ম্যাচের ৫৯ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। এ সময় ইভান রাকিটিচের গোলে এগিয়ে ছিল বার্সিলোনা। আর্জেন্টাইন তারকার বেরিয়ে যাওয়ার দুই মিনিট পরই গোল খেয়ে বসে দলটি। ম্যাচ শেষে ক্লাবের ওয়েবসাইটে মেসির কুঁচকির মাংসপেশী ছিঁড়ে যাওয়ার খবর নিশ্চিত করেছে কাতালানরা। এর ফলে আগামী মাসের আন্তর্জাতিক বিরতির আগে হতে যাওয়া বার্সিলোনার তিনটি ম্যাচে খেলতে পারবেন না মেসি। এ সময় লীগে স্পোর্টিং গিজন ও সেল্টা ভিগো এবং চ্যাম্পিয়ন্স লীগে বরুসিয়া মনশেনগ্লাডব্যাচের বিরুদ্ধে খেলবে বার্সা। শুধু তাই নয়, আর্জেন্টিনার হয়ে পেরু ও প্যারাগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচেও মেসির মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে মেসিকে আবার পেতে পারে কাতালানরা। চলতি মৌসুমে এখন পর্যন্ত বার্সিলোনার হয়ে আট গোল করা মেসি কিছুদিন আগে চোট থেকে সেরে ওঠেন। চলতি মাসের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিরুদ্ধে মেসির একমাত্র গোলে জয় পায় আর্জেন্টিনা। কিন্তু কুঁচকির চোটের কারণে ভেনিজুয়েলার সঙ্গে ২-২ গোলে ড্র ম্যাচে দেশের হয়ে খেলতে পারেননি মেসি। হাতের মুঠোয় থাকা জয় হাতছাড়া করেছে বার্সা। তবে ম্যাচ শেষে এর চেয়েও দলটির কোচ লুইস এনরিকের ভাবনা মেসিকে নিয়ে। এনরিকে স্বীকার করেছেন, টানা খেলার ধকলটা কিছুটা প্রভাব ফেলেছে মেসির ওপর। বার্সা কোচ বলেন, এ রকম সূচীতে আসলে ওর ঠিকঠাক বিশ্রাম হওয়া কঠিন। তবে এনরিকে আশাবাদী, মেসির অভাবটা পূরণ করতে পারবেন সতীর্থেরা। এ প্রসঙ্গে তিনি বলেন, মেসিকে হারিয়ে ফেলা শুধু আমাদেরই নয়, ফুটবলেরও ক্ষতি। এখন আমাদের অন্য সমাধান দেখতে হবে। ও থাকলে আমাদের শক্তি অনেক বেড়ে যায়, কিন্তু ওকে ছাড়াও আমরা শক্ত দল। এদিকে বার্সা-এ্যাটলেটিকো ম্যাচে লুইস সুয়ারেজ ও ফিলিপে লুইসের মধ্যে বেশ উত্তেজনা দেখা যায়। ম্যাচ শেষে এটা আরও বেড়েছে। ম্যাচের ৮৩ মিনিটে বল তাড়া করতে গিয়ে এ্যাটলেটিকোর ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুইসকে বিপজ্জনক ট্যাকল করেন বার্সার উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ। সঙ্গে সঙ্গেই হলুদ কার্ড দেখেন বার্সা তারকা। ব্যাপারটা হয়ত সেখানেই শেষ হয়ে যেত। কিন্তু ম্যাচ শেষে লুইস সেটি আবারও মনে করিয়ে দেয়ায় পাল্টা তীর ছুড়েছেন সুয়ারেজ। লুইস সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেছেন। সেখানে নিজের রক্তাক্ত পায়ের ছবির সঙ্গে লিখেছেন ‘ও তো আমাকে স্পর্শই করেনি!’ সরাসরি সুয়ারেজের নাম না বললেও ইঙ্গিতটা যে তাঁর দিকেই, সেটি বুঝে নিতেও কষ্ট হয়নি সুয়ারেজের। কিন্তু ইচ্ছা করে ফাউল না করেও এমন অপমান সহ্য করেননি মেজাজী এ ফুটবলার। পাল্টা তীর ছুড়ে সুয়ারেজ বলেছেন, ফুটবল পুরুষ মানুষের খেলা।
×