ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একমি ল্যাবরেটরিজের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:৩৪, ২২ সেপ্টেম্বর ২০১৬

একমি ল্যাবরেটরিজের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। মঙ্গলবার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানির সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচিত সময়ে একমি ল্যাবরেটরিজের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫৫ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৭৭ টাকা ৩৪ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৭ নবেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ অক্টোবর। উল্লেখ্য, একমি ল্যাবরেটরিজ ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার এসি এ্যালায়েন্সের ৬৪ শতাংশ মালিকানা সামিট পাওয়ারের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড শ্রীলঙ্কার আতিকেন স্পেন্স পিএলসি থেকে এসি এ্যালায়েন্স পাওয়ার লিমিটেডের ৬৪ শতাংশ মালিকানা অধিগ্রহণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সামিট পাওয়ার লিড দেবে এবং অপারেট করবে এসি এ্যালায়েন্স পাওয়ার লিমিটেডকে। সামিট পাওয়ার লিমিটেডকে গাজীপুরের কড্ডায় ১৪৯ মেগাওয়াট ডুয়েল জ্বালানি গ্যাস প্রকল্পর জন্য দায়িত্ব দেয়া হয়েছে। সামিট পাওয়ার লিমিটেড গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড থেকে এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছে। কোম্পানিটি বাণিজ্যিক অপারেশনের তারিখ থেকে ১৫ বছর পর্যন্ত এই সুবিধা পাবে। -অর্থনৈতিক রিপোর্টার
×