ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পথরোধ করে যানজট সৃষ্টি করা যাবে না ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৪:২৭, ২২ সেপ্টেম্বর ২০১৬

পথরোধ করে যানজট সৃষ্টি করা যাবে না ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জনসাধারণের পথরোধ করে যানজট সৃষ্টি করা যাবে না বলে বিভিন্ন পরিবহন সংস্থার মালিক ও সংগঠন নেতৃবৃন্দকে সতর্ক করে দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, শৃঙ্খলা মেনে চট্টগ্রামের সড়কে গণপরিবহন চলাচল করতে হবে। নগরবাসীকে প্রদত্ত ওয়াদা অনুযায়ী চট্টগ্রামকে বিশ্ববাসীর কাছে আধুনিক ও বাসোপযোগী নগরী হিসেবে উপস্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় সব কিছুই করা হবে। ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনদুর্ভোগ হ্রাস, পরিবহন সেক্টরে শৃঙ্খলা ও নিয়মনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে বুধবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় চসিক মেয়র বলেন, নগরীর বাস, ট্রাক, লরি, কাভার্ডভ্যান, প্রাইম মোভার ইত্যাদি পরিবহনের জন্য টার্মিনাল নির্মাণে জায়গা সংস্থানের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সহজ করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। গাড়ি রেজিস্ট্রেশন ফি সহনীয় পর্যায়ে নির্ধারণের জন্য অর্থ মন্ত্রণালয়কে অবহিত করা হবে। সিএনজি ট্যাক্সির অনিয়ম দূর করতে সহযোগিতায় অটোরিক্সা মালিক ও চালক সমিতির প্রস্তাবনা বিবেচনা করা হবে। জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটিতে গণপরিবহনের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। গাড়ির ট্রাক্স টোকেন প্রাপ্তিতে জরিমানা মওকুফ করে হালনাগাদ করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হবে। মেয়র বলেন, সে লক্ষ্যে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত যাত্রীছাউনি স্থাপন করা হবে। মেয়র আ জ ম নাছির উদ্দিন এদিন গণপরিবহন, প্রাইম মোভার, ট্রেইলর, কাভার্ডভ্যান, সিএনজি ট্যাক্সি, মালিক গ্রুপ ও সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মাসুদুল হাসান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আবুল হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আবদুল গাফ্ফার প্রমুখ।
×