ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

হিলারিকে ভোট দেবেন সিনিয়র বুশ ॥ দাবি কেনেডির ভাতিজির

প্রকাশিত: ০৩:৫৩, ২২ সেপ্টেম্বর ২০১৬

হিলারিকে ভোট দেবেন সিনিয়র বুশ ॥ দাবি কেনেডির ভাতিজির

যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ নবেম্বর মাসে অনুষ্ঠেয় এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট দেবেন। দেশটির প্রয়াত ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজি ক্যাথলিন কেনেডি টাউনসেন্ডের ফেসবুক পোস্টেও বরাতে এ তথ্য জানা গেছে। মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সাবেক লেফটেন্যান্ট গবর্নর ও রবার্ট এফ কেনেডির মেয়ে ক্যাথলিন ৯২ বছর বয়সী বুশের সঙ্গে হাত মেলানোর একটি ছবি ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘প্রেসিডেন্ট (বুশ) আমাকে বলেছেন, তিনি হিলারিকেই ভোট দেবেন!!’ ফেসবুকে তার নাম ক্যাথলিন হার্টিংটন। হিলারির নির্বাচনী প্রচারের দীর্ঘদিনের মৌখিক সমর্থক ৬৩ বছর বয়সী ক্যাথলিন। বুশ পরিবারের মুখপাত্র জিম ম্যাকগ্র্যাথ বলেছেন, প্রেসিডেন্ট বুশ বিশেষ সুবিধায় ৫০ দিনের মধ্যে ভোট দেবেন। তিনি প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কোন মন্তব্য করেননি। মে মাসে সাবেক এই প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছিলেন যে, তিনি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করবেন না। -গার্ডিয়ান কাশ্মীরে ফের জঙ্গী অনুপ্রবেশের চেষ্টা ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশকারীদের সঙ্গে গোলাগুলিতে এক ভারতীয় সেনা নিহত ও অপর দুজন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় নওগাম সেক্টরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। এছাড়া কাশ্মীরের উরি সেক্টরে অনপ্রবেশের চেষ্টাকালে বেশ কয়েকজন ‘বিচ্ছিন্নতাবাদী’ নিহত হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। তিনদিন আগে এই উরিতেই ‘বিচ্ছিন্নতাবাদীদের’ আত্মঘাতী হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হয়। সেনা সূত্রগুলো জানিয়েছে, উরিতে বড় ধরনের একটি অনুপ্রবেশের চেষ্টা রুখে দেয়া হয়েছে এবং ১২ থেকে ১৫ জনের একটি অনুপ্রবেশকারী দল লাচিপুরা দিয়ে প্রবেশ করার চেষ্টাকালে ‘থামানো’ হয়েছে। সুপারবাগস থেকে মুক্তি পেতে বিশ্বকে ‘সুপারবাগস’ বা ওষুধ প্রতিরোধী রোগের জীবাণু সংক্রমণের হাত থেকে রক্ষা করতে জাতিসংঘের ১৯৩টি দেশ একটি ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেছে। আন্তর্জাতিক এই অঙ্গীকারের ফলে বছরে সাত লাখ মানুষের মৃত্যু এড়ানো সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। মানুষ, পশু-পাখি ও কৃষির ক্ষেত্রে অতিমাত্রায় এ্যান্টিমাইক্রোবায়াল ওষুধের প্রয়োগের কারণে এই সমস্যা তৈরি হয়েছে। -বিবিসি সিনেমা দেখা স্বাস্থ্যের জন্য ভাল চোখে পানি আসে এমন সিনেমা দেখা সামাজিক বন্ধন তৈরিতে সহায়ক বলে জানিয়েছেন গবেষকরা। অক্সফোর্ড ইউনিভার্সিটির একদল গবেষক বলছেন, বিয়োগান্তক সিনেমা ও নাটক এন্ডরফিনস নামে ভাল লাগার অনুভূতি সৃষ্টিকারী এক ধরনের রাসায়নিক পদার্থ উৎপাদন করে। যা প্রাকৃতিক পেইনকিলার হিসেবে কাজ করে এবং আমাদের চারপাশের মানুষের সঙ্গে বন্ধন তৈরিতে সহায়তা করে। এ সংক্রান্ত গবেষক দলের প্রধান প্রফেসর রবিন ডানবার বলেছেন, গল্প বলার প্রতি মানুষের আকর্ষণ প্রাচীন কাল থেকেই চলে আসছে। যখন আমরা ছিলাম শিকারী বা ফলমূল সংগ্রহকারী। -বিবিসি
×